উত্তরবঙ্গের চা বাগানগুলোর ক্ষতি করছে ভুটানের শিল্পদূষণ, কেন নিষ্ক্রিয় কেন্দ্র?

বৃহস্পতিবার রাজ্যসভায় এ বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। লিখিত জবাবে বিষয়টি মেনে নিয়েছে বিদেশ মন্ত্রক।

December 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের চা বাগানগুলোয় ভুটানের শিল্পাঞ্চলের দূষণের ক্ষতিকর প্রভাব পড়ছে। এ কথা কার্যত স্বীকার করে নিয়েছে কেন্দ্র সরকার। ছ’বছরে প্রতিনিধি দল পাঠানো এবং বৈঠক আয়োজন ব্যাতীত সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যসভায় এ বিষয়ে বিদেশ মন্ত্রকের কাছে লিখিত প্রশ্ন করেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। লিখিত জবাবে বিষয়টি মেনে নিয়েছে বিদেশ মন্ত্রক।

বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লিখিতভাবে জানিয়েছেন, ২০১৮-র আগস্ট মাসে ভুটানের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে। টি বোর্ড অব ইন্ডিয়া ও ভুটান সরকারের শ্রম দপ্তরের যৌথ প্রতিনিধি দল ওইস্থানে গিয়েছিল। প্রতিনিধি দলের সদস্যদের সুপারিশ ছিল, এনভায়রনমেন্ট কমিশন অব ভুটান, টি বোর্ড অব ইন্ডিয়া, জলশক্তি মন্ত্রক ও অন্যান্য পরিবেশ বিশেষজ্ঞ নিয়ে আলাদাভাবে ‘সাইট ভিজিট’ করানো হোক। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে বাণিজ্য সংক্রান্ত সচিব পর্যায়ের বৈঠকে (সিএসএলএম) ভারত সরকার ভুটানকে সংশ্লিষ্ট সুপারিশ মতো পদক্ষেপ করার অনুরোধ জানায়। করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

বিদেশমন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভুটান ও বাংলার সরকারের মধ্যে সীমান্ত জেলা সমন্বয় বৈঠকে প্রসঙ্গটি ফের তোলা হয়। গত সেপ্টেম্বরে বাণিজ্য সংক্রান্ত সচিব পর্যায়ের বৈঠকেও ভারত এই বিষয়ে ভুটানের সঙ্গে কথা বলেছে। কিন্তু আদৌ কোনও ফল মিলেছে কি? বিদেশ মন্ত্রকের কাছে উত্তর নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen