যামিনী রায়ের আঁকা ছবি পোস্ট করে রঙের উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানালেন বিগ বি

অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, অন্য এক টুইটে জানালেন হোলির  শুভেচ্ছাও।

March 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোল অথবা হোলি অমিতাভ বচ্চনের লিপ দেওয়া ‘রং বরসে ভিগে চুনার্বালি’র মতো গানগুলি সকলে গুনগুন করতে শুরু করে দেন। কিন্তু এবার রঙের উৎসব সেভাবে পালন করতে পারছেন না বিগ বি অমিতাভ বচ্চন।

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটেই গুরুতর আহত হন অভিনেতা অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে তাঁর। প্রতি বছর হোলিকা দহনের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। হায়দরাবাদে প্রাথমিক চিকিৎসার পর, তাড়াতাড়ি মুম্বইয়ে ফিরে আসেন বর্ষীয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানান। তার এক দিন পরে নিজের স্বাস্থ্যের আপডেট দেন বলিউডের শাহেনশা। তিনি জানান, বিশ্রাম ও আপনাদের প্রার্থনায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। প্রচণ্ড ব্যথা রয়েছে তাঁর শরীরে। খুব প্রয়োজন না হলে চলাফেরা করছেন না। অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি, অন্য এক টুইটে জানালেন হোলির  শুভেচ্ছাও। আজ আরেকটি পোস্ট বিগ বি করেন টুইটারে। সেখানে যামিনী রায়ের আঁকা বিখ্যাত কয়েকটি ছবি অ্যানিমেশনের এফেক্ট ব্যবহার করে পোস্ট করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen