এশিয়া কাপের আগে বড় ধাক্কা! বিসিসিআই সভাপতির পদ ছাড়লেন রজার বিনি, কে বসলেন এই পদে?

বুধবার অনুষ্ঠিত বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে শুক্লার নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

August 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫২: ভারতীয় ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন। প্রাক্তন অলরাউন্ডার ও ভারতীয় পেসার রজার বিনি সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা আপাতত ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব সামলাবেন, যতদিন না নতুন নির্বাচন হয়। বুধবার অনুষ্ঠিত বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে শুক্লার নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল স্পনসরশিপ নিয়ে সঙ্কট। সম্প্রতি ড্রিম-১১ অফিসিয়াল স্পনসর হিসেবে সরে দাঁড়ানোর পর বিসিসিআই নতুন কর্পোরেট পার্টনার খোঁজার চাপে পড়েছে। সামনে এশিয়া কাপ (১০ সেপ্টেম্বর থেকে শুরু) এর মতো বড় টুর্নামেন্ট, তাই দ্রুত বিকল্প খুঁজে বের করাই এখন বোর্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বড় মাপের প্রতিযোগিতায় টাইটেল স্পনসর না থাকলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, ব্র্যান্ড ভ্যালুতেও ধাক্কা লাগতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য স্পনসরদের সঙ্গে তৎপর আলোচনায় বসতে চলেছে প্রশাসন।

এদিকে বোর্ডের প্রশাসনিক কাঠামো নিয়ে যে বিভ্রান্তি ছিল, তাতেও পরিষ্কার বার্তা দিয়েছে কেন্দ্র। যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক জানিয়ে দিয়েছে, বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থাগুলি আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত লোধা কমিটি প্রস্তাবিত সংবিধানের ভিত্তিতেই চলবে। নতুন আইন কার্যকর না হওয়া পর্যন্ত এই নিয়মেই নির্বাচন থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম হবে।

লোধা সংস্কারের আওতায় যেমন, ৭০ বছরের বেশি বয়সীদের প্রশাসনিক পদে থাকার সুযোগ নেই, তেমনই নির্বাচিত কেউ সেই সীমা পেরনোর আগে পদে এলে তাঁর পূর্ণ মেয়াদ শেষ করার অধিকার থাকবে। পাশাপাশি বোর্ডের কর্মকর্তাদের নিয়োগ ও অপসারণের নিয়মও লোধা কমিটির সংবিধান অনুযায়ী হবে।

সব মিলিয়ে, সভাপতি বদল, স্পনসরশিপ অনিশ্চয়তা ও প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা এই তিন বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। সামনের এশিয়া কাপই প্রমাণ করবে, নতুন নেতৃত্ব কতটা শক্তভাবে পরিস্থিতি সামাল দিতে পারে বিসিসিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen