বড় ধাক্কা! হাই কোর্টের রক্ষাকবচ প্রত্যাহার বিরোধী দলনেতা শুভেন্দুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:২৫: অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ২০২২ সালে শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ ফিরে নিল হাই কোর্ট (Calcutta High Court)। এবার থেকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আর আদালতের অনুমতি প্রয়োজন হবে না রাজ্যের।
২০২২-র ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল। রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআরের প্রেক্ষিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। নির্দেশ দেওয়া হয়েছিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। বিরোধী দলনেতার বিরুদ্ধে বহু অভিযোগ উঠলেও আদালতের অনুমতি না থাকায় FIR দায়ের করা যায়নি।
সম্প্রতি শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচের বিরুদ্ধে আদালতে যায় রাজ্য। শুনানি শেষে আজ শুক্রবার রায়দান হল। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, শুভেন্দুর বিরুদ্ধে রক্ষাকবচ ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ। কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ অনির্দিষ্টকাল চলতে পারে না। ওই নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে।
পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি এফআইআরও (FIR) বাতিল করে দিয়েছেন। মানিকতলা-সহ মোট পাঁচটি মামলায় সিবিআই ও রাজ্যের যুগ্ম SIT গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এবার শুভেন্দুর বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ শুরু করতে পারে রাজ্য। শুভেন্দুর কোনও বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে আদালতে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ শুভেন্দুর জন্য বড় ধাক্কা হতে পারে।