EPFO-র নিয়মে বড়সড় পরিবর্তন, এবার তোলা যাবে ১০০ শতাংশ জমা টাকাও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪২: এবার আরও সহজ করল প্রভিডেন্ট ফান্ড তোলার নিয়ম। কর্মীরা চাইলে নির্দিষ্ট শর্তে তুলতে পারবেন পুরো টাকাই। অর্থাৎ, ১০০ শতাংশ পর্যন্ত টাকা তোলার সুযোগ মিলবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে CBT-র বৈঠকে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় নতুন নিয়মের কথা। তবে পেনশন ফান্ডের অংশের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি।
EPFO (Employees’ Provident Fund Organisation)-র আওতায় থাকা বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতনের একটি অংশ PF-এ জমা পড়ে, পাশাপাশি নিয়োগকারী সংস্থাও একটি অংশ জমা করে। এর মধ্যে ৮.৩৩% যায় পেনশন ফান্ডে, যা এখনও তুলতে পারবেন না। এতদিন কর্মীরা শুধুমাত্র নিজেদের জমা করা টাকার নির্দিষ্ট অংশ তুলতে পারতেন, নির্দিষ্ট কারণ দেখিয়ে। তবে নতুন নিয়মে নিজের জমা টাকার ৭৫% এবং নিয়োগকারীর জমা করা ৩.৬৭% অংশও তুলতে পারবেন কর্মীরা।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে EPFO-র ২৩৮তম অছি পরিষদের বৈঠকে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিদ্যুৎ সমস্যা, বিয়ে, অসুস্থতা ছাড়াও বিশেষ পরিস্থিতিতে কোনও কারণ না দেখিয়েও PF-এর টাকা তোলা যাবে। অনলাইনে আবেদন করলে ৩–৪ দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
EPFO জানিয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য কর্মীদের Ease of Living বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করা। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু বেসরকারি কর্মী।