ফুটবলে বড় রদবদল!ফিফার নতুন “আউট অফ বাউন্ডস” প্রযুক্তিতে কমতে চলেছে একাধিক বিতর্ক
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৪: ফুটবলে বিতর্ক কমাতে এবার আরও এক ধাপ এগোল FIFA। আধুনিক প্রযুক্তির সাহায্যে মাঠের ভেতরে নেওয়া সিদ্ধান্তকে আরও নিখুঁত ও বিশ্বাসযোগ্য করে তুলতেই নতুন একটি উদ্ভাবনের পরীক্ষা চালাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই প্রযুক্তির নাম “আউট অফ বাউন্ডস”, যার মূল উদ্দেশ্য গোল হওয়ার আগে বল পুরোপুরি মাঠের সীমানা পেরিয়ে গিয়েছিল কি না, তা মিলিসেকেন্ডের মধ্যেই নির্ভুলভাবে নির্ধারণ করা।
চলতি মাসে কাতারে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপের তিনটি ম্যাচে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গোলের আগে বল লাইন পেরিয়ে যাওয়া সংক্রান্ত বিতর্ক ফুটবলে নতুন নয়। বহু গুরুত্বপূর্ণ ম্যাচেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। “আউট অফ বাউন্ডস” প্রযুক্তি সেই ধোঁয়াশা দূর করতেই সাহায্য করবে বলে মনে করছে FIFA।
একই সঙ্গে অফসাইড সিদ্ধান্তকে আরও দ্রুত ও স্পষ্ট করতে “রিয়েল-টাইম ৩ডি রিক্রিয়েশন” প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। এই ব্যবস্থায় VAR রেফারি ও টিভি দর্শকদের জন্য আলাদা ভার্চুয়াল ভিউ তৈরি করা হচ্ছে, যেখানে গোলকিপারের দৃষ্টিকোণ থেকে মাঠের পরিস্থিতি দেখানো সম্ভব হচ্ছে। ফলে অফসাইড লাইনের ব্যাখ্যা আরও পরিষ্কার হচ্ছে এবং ভুলের সম্ভাবনাও কমছে।
এই দুই প্রযুক্তিই তৈরি হয়েছে Hawk-Eye Innovations-এর সহযোগিতায়। এর আগেও গোললাইন প্রযুক্তি ও VAR ব্যবস্থার মাধ্যমে ফুটবলে নির্ভুলতা বাড়াতে বড় ভূমিকা নিয়েছে এই সংস্থা।
যদিও এখনও পর্যন্ত জাতীয় লিগ বা ঘরোয়া টুর্নামেন্টে এই প্রযুক্তি চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি FIFA, তবে বিশেষজ্ঞদের মতে পরীক্ষামূলক পর্যায় সফল হলে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেই ধীরে ধীরে এর ব্যবহার শুরু হতে পারে।
সব মিলিয়ে, আধুনিক প্রযুক্তির হাত ধরে ফুটবল এগোচ্ছে আরও ন্যায্য, স্বচ্ছ এবং রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে—যেখানে রেফারির পাশাপাশি দর্শকরাও পাবেন আরও নির্ভরযোগ্য সিদ্ধান্ত।