উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড়সড় রদবদল! এবার থেকে বাড়তি ১০ মিনিটের সুবিধা পাবে পরীক্ষার্থীরা

December 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৪: উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামোয় আরও এক দফা গুরুত্বপূর্ণ রদবদলের পথে হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আসন্ন চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় পরীক্ষার্থীদের সময় ব্যবস্থায় বাড়তি সুবিধা দিতে নতুন নিয়ম কার্যকর করার প্রস্তুতি চলছে। প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিকাশ ভবনে, চূড়ান্ত অনুমতির অপেক্ষায় শিক্ষা দফতর।

সম্প্রতি শেষ হওয়া তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় পড়ুয়ারা অভিযোগ করেছিলেন— হিসাবশাস্ত্র, রসায়ন এবং অঙ্কের মতো বিষয়ে উত্তর লেখার জন্য সময় যথেষ্ট নয়। বহু ছাত্রছাত্রীই দাবি তুলেছিলেন অতিরিক্ত সময় দেওয়ার। সেই প্রয়োজন বিবেচনা করেই শিক্ষা সংসদ ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার পরিকল্পনা নিচ্ছে।

২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টার। বর্ণনামূলক প্রশ্নভিত্তিক এই পরীক্ষায় সময় থাকছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা। তবে এবার পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে— অর্থাৎ ৯টা ৫০ মিনিটেই প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা, যাতে প্রশ্ন পড়ে উত্তর লেখার প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই আগেভাগে প্রশ্নপত্র দেওয়ার সিদ্ধান্ত।”

একই দিনে দ্বিতীয় পর্বে নেওয়া হবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, যা হবে ওএমআরশিটে। দুপুর ১টা থেকে শুরু হয়ে ২টো ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। এখানেও ওএমআরশিট দেওয়া হবে ১০ মিনিট আগে, অর্থাৎ ১২টা ৫০ মিনিটে।

সংসদ স্পষ্ট করেছে— মোট পরীক্ষার সময়ের কোনও বদল হচ্ছে না। তৃতীয় সেমিস্টার ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমিস্টার ২ ঘণ্টাতেই হবে। পুরনো পরীক্ষার্থীরা আগের মতোই ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen