উত্তরবঙ্গের ট্রেনে বড় পরিবর্তন, এনজেপি পর্যন্ত যাবে না শতাব্দী এক্সপ্রেস
উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেনের সময়সূচি এবং চলাচলে বড় পরিবর্তন আনল রেল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৭: উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেনের সময়সূচি এবং চলাচলে বড় পরিবর্তন আনল রেল। উত্তর-পূর্ব রেলের সদর দপ্তর থেকে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নন-ইন্টারলকিং কাজের জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। কিছু ট্রেনকে আবার বিকল্প পথে চালানো হবে।
কোন ট্রেন বাতিল
৭৫৭২১ শিলিগুড়ি জংশন–হলদিবাড়ি DMU (১৯ আগস্ট)
১৫৭৭৭/৭৮ এনজেপি–আলিপুরদুয়ার প্যাসেঞ্জার এক্সপ্রেস
৫৫৭৪৯/৫০ এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার
১৫৭০৩/০৪ এনজেপি–বঙ্গাইগাও প্যাসেঞ্জার
১৫৭১০/০৯ এনজেপি–মালদা টাউন এক্সপ্রেস (২০ আগস্ট পর্যন্ত)
৭৫৭২২ হলদিবাড়ি–শিলিগুড়ি জংশন DMU (২০ আগস্ট পর্যন্ত)
আংশিক পরিবর্তন
নিউ জলপাইগুড়ি–দার্জিলিং টয় ট্রেন মঙ্গলবার শুধু শিলিগুড়ি জংশন পর্যন্ত চলবে।
নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস চলবে কিষানগঞ্জ পর্যন্ত। কিষানগঞ্জ থেকে এনজেপি পর্যন্ত যাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করেছে রেল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারলকিংয়ের এই কাজ মূলত সিগন্যালিং ও লাইন ব্যবস্থার উন্নয়নের জন্য করা হচ্ছে। ফলে কিছুটা অসুবিধা হলেও যাত্রী নিরাপত্তা ও ভবিষ্যতের পরিষেবা উন্নত করার স্বার্থেই এই সিদ্ধান্ত।
শতাব্দী এক্সপ্রেস কলকাতা–উত্তরবঙ্গ যাত্রীদের কাছে অন্যতম জনপ্রিয় ট্রেন। দ্রুতগামী ও আরামদায়ক হওয়ার কারণে ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক, সবার প্রথম পছন্দ এটি। পুজোর আগে এর টিকিটের চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে। একইভাবে দার্জিলিংয়ের টয় ট্রেনও পর্যটকদের অন্যতম আকর্ষণ।