টেস্ট র্যাঙ্কিংয়ে বড়ো পরিবর্তন, উজ্জ্বল সিরাজ-যশস্বী, পিছিয়ে পড়লেন গিল
শুভমন গিল যেন সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ইংল্যান্ডে হওয়া শেষ টেস্টে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৪: শুভমন গিল যেন সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ইংল্যান্ডে হওয়া শেষ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে কার্যত আগুন ঝরালেন। ৭৫৪ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন গিল। তাঁর এই নজরকাড়া পারফরম্যান্স তাঁকে এই সিরিজে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’-এর খেতাব এনে দিয়েছে। গিলের এই রান সংখ্যা টেস্ট সিরিজে কোনো অধিনায়কের দ্বিতীয় সর্বোচ্চ, কেবলমাত্র ডন ব্র্যাডম্যান রয়েছেন এই তালিকার প্রথমে (৮০১ রান বনাম ইংল্যান্ড) ।
তবে শেষ টেস্টে মাত্র ৩২ রান করায় আইসিসি-র ব্যাটার র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন গিল। আগের র্যাঙ্কিংয়ে ছিলেন নবম, বর্তমানে নেমে এসেছেন ১৩তম স্থানে।
অন্যদিকে, ওভাল টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ — তাঁদের ক্যারিয়ারের সেরা আইসিসি র্যাঙ্কিং অর্জন করেছেন। সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে সিরাজ ম্যাচের সেরা হন এবং আইসিসি বোলার র্যাঙ্কিংয়ে ১২ ধাপ উঠে এখন ১৫তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৭৪।
প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি ওভালে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন, তিনি উঠে এসেছেন ২৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে। তাঁর রেটিং দাঁড়িয়েছে ৩৬৮-এ। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং।
ইংল্যান্ডের দুই পেসার, গাস অ্যাটকিনসন ও জশ টাং-ও তাঁদের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন। দু’জনেই ওভাল টেস্টে ৮ উইকেট তুলে নেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেন, আর টং উঠে এসেছেন ১৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে।
এদিকে, ওভাল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে আইসিসি ব্যাটার র্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছেন সেরা পাঁচে। তাঁর রেটিং এখন ৭৯২। অন্যদিকে, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছেন।