৪৮ ঘণ্টায় আবহাওয়ার বড় পরিবর্তন, বড়দিনে আরও কমবে তাপমাত্রা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: বড়দিনে শহরের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামবে। যদিও আজ মঙ্গলবার শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, উত্তর ভারতে ঠান্ডার দাপট বেড়েছে। কাশ্মীরে তুষারপাতও হচ্ছে বেশি। ফলে জোর বাড়বে উত্তুরে হাওয়ার।আগামী তিনদিনে দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার আশা রয়েছে। অর্থাৎ, ২৫ ডিসেম্বর বড়দিন থেকে জমিয়ে শীতের পূর্বাভাস থাকছে রাজ্যজুড়ে।
আজ ও আগামিকাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার সকালের দিকে দিকে কুয়াশার দাপট দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। তাই ভোররাত থেকে সকালের দিকে যারা বাইরে বেরোবেন তাদের পথচলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে৷ কারণ এই ঘন কুয়াশার জেরে বহু দুর্ঘটনা ঘটছে৷ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার আস্তরণ থাকতে পারে বুধবার। তবে ঘন কুয়াশার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।