BCCI-র চুক্তিতে বড়সড় রদবদল, রো-কো-র সামনে কোটি টাকার পে-কাটের আশঙ্কা!

December 11, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রতি বছর দেশের শীর্ষ ক্রিকেটারদের জন্য যে কেন্দ্রীয় চুক্তিপত্র ঘোষণা করে, তা শুধু বেতন-ভাতা নয়—এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক দায়বদ্ধতা, ফর্ম, ফিটনেস ও তিন ফরম্যাটে অবদানের ওপর নির্ভর করে তৈরি একটি সুক্ষ্ম কাঠামো। এপ্রিল ২০২৫-এ সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হলেও, আগামী চক্রে বিরাট কোহলি ও রোহিত শর্মার ‘পে কাট’-এর সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

বিসিসিআইয়ের চুক্তি ব্যবস্থা চারটি গ্রেডে ভাগ—A+, A, B ও C। প্রতিটি গ্রেডেই নির্দিষ্ট বার্ষিক রিটেনারশিপ থাকে, যা ম্যাচ-ফি থেকে আলাদা। কোন খেলোয়াড় কোন বিভাগে পড়বেন, তা নির্ধারণ করা হয় নির্বাচক, কোচ ও অধিনায়কের পর্যালোচনার ভিত্তিতে। উচ্চ গ্রেডে যেতে হলে ফরম্যাট জুড়ে ধারাবাহিকতা, পারফরম্যান্স এবং বিশেষ করে টেস্ট ক্রিকেটে অবদান বড় ভূমিকা রাখে। এ কারণেই ভারতের টেস্ট-ওডিআই অধিনায়ক শুভমন গিলকে A+ ক্যাটাগরিতে উন্নীত করার সম্ভাবনা প্রবল।

চুক্তিতে থাকতে হলে ন্যূনতম ম্যাচ-খেলা বাধ্যতামূলক—যেমন ৩টি টেস্ট বা ৮টি ওডিআই বা ১০টি টি-২০। শুধু ম্যাচের সংখ্যা নয়, খেলোয়াড়ের প্রভাব ও ধারাবাহিকতাই মূল বিবেচ্য। পাশাপাশি, বিসিসিআইয়ের সাম্প্রতিক নির্দেশ—জাতীয় দলে না থাকলে রনজি ট্রফির মতো দেশের লাল-বল টুর্নামেন্টে অংশ নিতে হবে—কড়া নজরে রাখা হচ্ছে। এই নিয়ম না মানার জন্যই শ্রেয়স আইয়ার ও ইশান কিশান চুক্তির বাইরে চলে গিয়েছিলেন।

কোহলি-রোহিত কি সত্যিই নামবেন A ক্যাটাগরিতে?

বর্তমানে A+ গ্রেডে থাকা কোহলি ও রোহিত টেস্ট ও টি-২০ থেকে সরে দাঁড়ানোয় তাঁদের অবনম প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। বিপরীতে, টি-২০ থেকে অবসর নিলেও রবীন্দ্র জাদেজা এখনও টেস্ট নিয়মিত হওয়ায় তিনি A+–এ থেকেই যেতে পারেন।

যদি কোহলি-রোহিত A+ থেকে A-তে নেমে যান, তবে তাঁদের বার্ষিক আয় কমবে ২ কোটি টাকা—A+ এ ৭ কোটি, আর A গ্রেডে ৫ কোটি টাকা রিটেনারশিপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen