সন্তোষ ট্রফির আগে বড় সিদ্ধান্ত, বাংলার কোচ হিসেবে বহাল থাকলেন সঞ্জয় সেন

November 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮: ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মরশুমে সন্তোষ ট্রফি ঘরে তুলেছিল বাংলা। সেই ঐতিহাসিক সাফল্যের কান্ডারি সঞ্জয় সেনকে আবারও দলের কোচ হিসেবে বহাল রাখল আইএফএ। বৃহস্পতিবার কোচেস কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ঠিক হয়, আসন্ন সন্তোষ ট্রফিতেও চেতলা নিবাসীর হাতেই থাকবে বাংলার দায়িত্ব।

আসলে সিদ্ধান্তটা প্রায় আগেই চূড়ান্ত ছিল। গত ৩ নভেম্বর কোচেস কমিটির তরফে গতবারের শিরোপাজয়ী কোচকে প্রস্তাব পাঠানো হয়। তখন বাইরে থাকায় একটু সময় চেয়েছিলেন সঞ্জয় সেন। তিনি রাজি না হলে বিকল্প ভাবনার কথাও উঠে এসেছিল। শেষ পর্যন্ত সঞ্জয়ই প্রস্তাবে সম্মতি দেন। বৃহস্পতিবারের বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

গতবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে ৩৩তম সন্তোষ ট্রফি জেতে বাংলা। রবি হাঁসদার শেষ মুহূর্তের গোল এবং তাঁর টুর্নামেন্টজুড়ে ১২ গোলের রেকর্ড আজও আলোচনায়। এই সাফল্যের পর বাংলার ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থাও করা হয়। শিরোপাধারী হওয়ায় এবার প্রাথমিক পর্ব খেলতে হচ্ছে না দলকে।

ফুটবল মহলের বিশ্বাস, গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাকে আবার সাফল্য এনে দিতে সক্ষম হবেন সঞ্জয় সেন। নিজেও নতুন মরশুমে সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে চেতলার অভিজ্ঞ কোচ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen