মহারাষ্ট্রে মহানাটক! শাহ, নাড্ডাকে নালিশ শিন্দের

November 20, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৭: আবার বোম্বাইয়ের বোম্বেটে! রাজধানী গিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অমিত শাহ এবং জেপি নাড্ডাকে নালিশ ঠুকে এলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ শিন্দে (Eknath Shinde)। বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকে করেন শিন্দে। সূত্রের খবর, শিবসেনা নেতাদের ভাঙিয়ে নিচ্ছে বিজেপি, তা নিয়ে বেজায় ক্ষিপ্ত শিন্দে। শাহ-নাড্ডাদের কার্যত হুঁশিয়ারি দেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্রে পৌর নির্বাচনের প্রাক্কালে সে রাজ্যের বিজেপি সভাপতি রবীন্দ্র চ্যবন স্থানীয় শিবসেনা নেতাদের গেরুয়া দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন। বিজেপি শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকে এই নিয়েই সরব হন শিন্দে। মহারাষ্ট্রের মহাজুটি সরকারের শরিকদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি, অজিত পওয়ারের NCP ছাড়াও রয়েছে শিন্দের শিবসেনা।

গত কয়েক দিন ধরেই মহাজুটি জোটের অন্দরে ক্ষোভ, অসন্তোষ চলছে। মঙ্গলবার মুম্বইয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের ডাকা মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন না শিবসেনার মন্ত্রীরা। বুধবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের আর এক উপমুখ্যমন্ত্রী অজিত। আমন্ত্রিত হলেও ওই অনুষ্ঠানে পা মাড়াননি শিন্দে।

শিবসেনার অভিযোগ, বিজেপি কল্যাণ এবং ডম্বিভলি এলাকায় শিবসেনাকে ভাঙার চেষ্টা করছে। বিজেপির পাল্টা দাবি, উল্লাসনগর এলাকায় তাঁদের ঘর ভাঙাচ্ছে খোদ শিন্দের শিবসেনা। মঙ্গলবার ফড়ণবীস বলেন, সকলের জোটধর্ম মেনে চলা উচিত। শরিক দল থেকে নেতা ভাঙানো উচিত নয়। এবার বিজেপির বিরুদ্ধেই জোটধর্ম না-মানার অভিযোগ তুলে শাহদের কাছে নালিশ ঠুকলেন শিন্দে।

উল্লেখ্য, মহারাষ্ট্রে দল ভাঙাভাঙির নতুন নয়। শিন্দে নিজে শিবসেনা ভেঙে অনুগত সাংসদ-বিধায়কদের নিয়ে আলাদা দল গড়েন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা, কংগ্রেস, এনসিপির সরকার পড়ে যায়। এরপর শরদ পওয়ারের দল ভাঙেন ভাইপো অজিত। উপমুখ্যমন্ত্রী হিসাবে সরকারে যোগ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen