রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ১০ জেলার এসপি, দেখে নিন কাদের কোথায় পাঠানো হল

November 27, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীনই বৃহস্পতিবার বড়সড় রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন (Nabanna)। ডেপুটি কমিশনার, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে একাধিক পরিবর্তন আনা হয়েছে। মোট দশ জেলার পুলিশ সুপার বদলি হয়েছেন। এই তালিকায় অন্যতম নাম মালদহের এসপি প্রদীপ যাদব। তাঁর দায়িত্বকালে একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের ওই জেলায়। মানিকচকে জনতার বিক্ষোভে পুলিশের গুলি চালানোর অভিযোগও ওঠে তাঁর সময়েই। ফলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রদীপ যাদবকে উত্তর দিনাজপুর জেলা ট্র্যাফিক পুলিশের সুপার পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় মালদহের নতুন এসপি হয়েছেন পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়ার এসপি পদে বদলি করা হয়েছে। তবে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কোনও অফিসারকে নিয়োগ করা হয়নি। ফলে পূর্ব মেদিনীপুরের এসপি পদ আপাতত ফাঁকা রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নিখিল আগরওয়ালকেও বাঁকুড়ায় বদলি করা হয়েছে। ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিংহ পদোন্নতি পেয়ে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হয়েছেন। বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারিকে পাঠানো হয়েছে পুরুলিয়ার এসপি পদে।

এছাড়া আলিপুরদুয়ারের এসপি ওয়াই রঘুবংশী জলপাইগুড়ির এসপি হয়েছেন। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র সুপার সচিনকে নিউ টাউনের ডিসি পদে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকে বদলি করে আইবি-র সিনিয়র সুপার পদে পাঠানো হয়েছে। জলপাইগুড়ির এসপি কে উমেশ গণপতকে আবারও জলপাইগুড়ির এসপি পদে নিযুক্ত করা হয়েছে। রায়গঞ্জের এসপি সানা আখতারকে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (ওয়েস্ট জ়োন) করা হয়েছে। বারুইপুরের এসপি পলাশচন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুরের এসপি পদে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য পুলিশের ১৭৫ জন ইন্সপেক্টরের রদবদল হয়েছিল। এবার একসঙ্গে একাধিক জেলার পুলিশ সুপারদের বদলি রাজ্য প্রশাসনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen