ঝাড়গ্রামে শিল্পে বিনিয়োগে বড় পদক্ষেপ, দুই সংস্থাকে জমি বরাদ্দ রাজ্যের

November 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২: রাজ্যে বাড়ছে শিল্প বিনিয়োগের গতি। এবার ঝাড়গ্রামে (Jhargram) বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঝাড়গ্রামের ১৪৯.৬৪ একর ইন্ডাস্ট্রিয়াল জমি বরাদ্দ করা হয়েছে দুই সংস্থাকে- ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং আল্ট্রা টেক কোম্পানিকে। এবার ফ্রি হোল্ড গাইডলাইন অনুযায়ী WBIDC-এর অধীনে থাকা সুখনিবাস ও খাগড়াশোল মৌজায় থাকা জমি দেওয়া হচ্ছে বলে খবর।

রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন, “উভয় সংস্থাই বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং সমস্ত গাইডলাইন মেনে আবেদন করেছে। এই পদক্ষেপের ফলে ঝাড়গ্রামে শিল্পায়নের পথ প্রশস্ত হবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, মন্ত্রীরা যেন জেলায় জেলায় থাকেন- এই বার্তা মাথায় রেখেই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ১৩ জন মন্ত্রী। মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে-‘বন্দে মাতরম্‌’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে উদ্‌যাপন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গঠিত হয়েছে একটি সেলিব্রেশন কমিটি। কমিটির চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সদস্য হিসেবে রয়েছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ, দেব, শুভাপ্রসন্ন-সহ বিশিষ্টজনেরা।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “জাতীয় গীত রচনার ১৫০ বছর পূর্তি আমরা উৎসবের আকারে পালন করব। জাতীয় সঙ্গীত ও জাতীয় গীত উভয়ের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen