WPL 2026 মেগা নিলামের আগে বড় চমক, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েও ছাঁটাই দল থেকে !

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১০: ২০২৬ সালের ওমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর মেগা নিলামকে সামনে রেখে দলগুলো শুরু করেছে নিজেদের রিটেনশন প্রক্রিয়া। সম্প্রতি শেষ হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের তারকারা—আর এবার জানা গেল, তাঁদের মধ্যে অনেকেই থাকছেন পুরনো দলে। তবে কিছু চমকও রয়েছে তালিকায়।
এক সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ ও শেফালি ভার্মাকে তাঁদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে। কিন্তু অবিশ্বাস্যভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় (Player of the Tournament) দীপ্তি শর্মাকে ছেড়ে দিয়েছে UP Warriorz। গত মরশুমে হিলির অনুপস্থিতিতে দলটির অধিনায়কত্ব করেছিলেন তিনিই।
অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, মেগ ল্যানিং এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কেরের মতো তারকারাও এবার নিলামের পুলে ফিরছেন।
রিপোর্ট অনুযায়ী, গত মরশুমের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং রানার্স-আপ দিল্লি ক্যাপিটালস (DC) পাঁচজন করে খেলোয়াড় ধরে রেখেছে—যা সর্বাধিক অনুমোদিত সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চারজন, গুজরাট জায়ান্টস (GG) দুইজন এবং UP Warriorz (UPW) মাত্র একজন খেলোয়াড়কে রিটেইন করেছে।
দলভিত্তিক রিটেনশন তালিকা:
দিল্লি ক্যাপিটালস: আনাবেল সাদারল্যান্ড, মারিজান ক্যাপ, জেমিমা রডরিগেজ, শেফালি ভার্মা, নিকি প্রসাদ
মুম্বই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর, নাট সিভার-ব্রান্ট, অমনজ্যোত কৌর, জি কামালিনী, হেলি ম্যাথিউজ
RCB: স্মৃতি মান্ধানা, এলিস পেরি, ঋচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল
গুজরাট জায়ান্টস: অ্যাশলি গার্ডনার, বেথ মুনি
UP Warriorz: শ্বেতা সেহরাওয়াত
WPL-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বাধিক পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে পারে—তিনজন ক্যাপড ভারতীয়, দু’জন বিদেশি এবং অন্তত একজন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। দীপ্তিকে ছেড়ে দেওয়া নিঃসন্দেহে বড় চমক, আর সেটিই এখন আসন্ন মেগা নিলামের সবচেয়ে আলোচিত বিষয়।