কোপায় বড় জয় পেয়ে গ্রুপ শীর্ষে আর্জেন্তিনা
এদিন খেলা শুরুর ৬ মিনিটের মাথাতেই গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন গোমেজ।
June 29, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কোপা আমেরিকায় বলিভিয়ার বিরুদ্ধে বড় জয় পেল আজেন্তিনা। ৪-১ গোলে জিতে গ্রুপে শীর্ষ স্থান পাকা করলেন মেসিরা। এদিন খেলা শুরুর ৬ মিনিটের মাথাতেই গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন গোমেজ। তারপর ৩৩ ও ৪২ মিনিটে পরপর দুটি গোল করে সেই জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন এলএমটেন। যদিও দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে বলিভিয়া। কিন্তু তারপরক্ষণেই খেলার ৬৫ মিনিটের মাথাতেই ফের আরও একটি গোল করে ম্যাচের ফল ৪-১ করেন মার্টিনেজ।