Bihar: বিশ্বব্যাঙ্কের টাকা মহিলাদের মধ্যে বিলিয়েছে বিজেপি, বিস্ফোরক জন সুরাজ

November 16, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪৫: প্রশান্ত কিশোরের (Prashant Kishor) নেতৃত্বাধীন জন সুরাজ (Jan Suraaj) অভিযোগ তুলেছে যে এনডিএ জোট (NDA) বিশ্বব্যাঙ্কের বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যবহার করেছে। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের মুখপাত্র পবন বর্মা দাবি করেন, কেন্দ্রীয় সরকার বিশ্বব্যাঙ্ক থেকে অন্য প্রকল্পের জন্য নেওয়া অর্থ ভোটের আগে বিহারের মহিলা ভোটারদের মধ্যে বিলিয়ে দিয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বিহারের সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লক্ষ ছ’হাজার কোটি টাকায়, যার দৈনিক সুদের বোঝাই ৬৩ কোটি টাকা। বর্মার অভিযোগ, বিহারের মহিলাদের প্রতি জনকে যে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে, তা এসেছে বিশ্বব্যাঙ্ক থেকে অন্য প্রকল্পের জন্য বরাদ্দ ২১ হাজার কোটি টাকার মধ্যে থেকে।

তাঁর দাবি, ভোটের আদর্শ আচরণবিধি (MCC) জারি হওয়ার মাত্র এক ঘণ্টা আগে ১৪ হাজার কোটি টাকা তোলা হয় এবং তা এক কোটি পঁচিশ লক্ষ মহিলার মধ্যে বিতরণ করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এমন গুজব ছড়ানো হয়েছিল যে এনডিএ ক্ষমতায় না এলে বাকি অর্থ আর দেওয়া হবে না। চার কোটি মহিলা থাকা সত্ত্বেও দু’কোটি পঞ্চাশ লক্ষ এখনও সেই অর্থ পাননি, এবং তাঁরা মনে করেছিলেন, এনডিএ না জিতলে এই সুবিধা আর তাঁদের হাতে পৌঁছবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen