বিজেপি শাসিত বিহারেও নিগ্রহের শিকার দলিতরা, ভোটে হেরে থুথু চাটালেন প্রার্থী

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য দুষছেন দুই দলিত ব্যক্তিকে এবং তাঁদের মারছেন। ভিডিয়োয় বলবন্তকে বলতে শোনা যাচ্ছে, তিনি টাকা দেওয়া সত্ত্বেও ওই দুই দলিত ভোট দেননি তাঁকে। শাস্তি হিসাবে কান ধরে উঠবস করানোর পাশাপাশি থুতু চাটতেও বাধ্য করছেন অভিযুক্ত বলবন্ত। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে থুতু ফেললেন বলবন্ত। তার পর দলিতদের ঘাড় ধরে তা চাটতে বাধ্য করছেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

December 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পঞ্চায়েত প্রধানের পদে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। তার পর মনে হয়েছে তাঁর হারের জন্য দায়ী দলিতরা। তাই দুই দলিত ব্যক্তিকে নিজের হারের জন্য দুষে মারছেন তিনি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বলবন্ত সিংহ।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য দুষছেন দুই দলিত ব্যক্তিকে এবং তাঁদের মারছেন। ভিডিয়োয় বলবন্তকে বলতে শোনা যাচ্ছে, তিনি টাকা দেওয়া সত্ত্বেও ওই দুই দলিত ভোট দেননি তাঁকে। শাস্তি হিসাবে কান ধরে উঠবস করানোর পাশাপাশি থুতু চাটতেও বাধ্য করছেন অভিযুক্ত বলবন্ত। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটিতে থুতু ফেললেন বলবন্ত। তার পর দলিতদের ঘাড় ধরে তা চাটতে বাধ্য করছেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সে জেলার পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তকেও গ্রেপ্তারও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen