‘বিহার পারেনি, বাংলা পারবে’, SIR নিয়ে কমিশন ও শাহকে নিশানা মমতার

December 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, অমিত শাহের অঙ্গুলিহেলনে রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে। সীমান্তে বিএসএফের ধারেকাছে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।”

শাহের উদ্দেশ্যে মমতার তোপ, “দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। কোনও কাজ নেই, যা উনি পারেন না। ওঁর দু-চোখ দেখলে বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।”

SIR নিয়ে নির্বাচন কমিশনকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দেড় কোটি লোকের নাম বাদ দিতে হবে বলছে। কারও নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ না নাম তুলবে ততক্ষণ ধর্না।” মমতার অভয়বাণী, কোনও ফল হবে না। তিনি বলেন, “বিহার পারেনি, বাংলা পারবে।” কমিশনকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen