Bihar Election 2025: ফের রক্তাক্ত বিহার, গুলিবিদ্ধ হয়ে নিহত লালুঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২০: ভোটের ঠিক এক সপ্তাহ আগে রক্তাক্ত বিহার। বুধবার রাজ্যের মোকামা তাল অঞ্চলে জনসুরজ পার্টির (Jan Suraaj Party) প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ সহচর দুলারচাঁদ যাদবের (Dularchand Yadav)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর (Priyadarshi Piyush) হয়ে প্রচারে গিয়েছিলেন দুলারচাঁদ। সেই সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর মধ্যে। মুহূর্তেই শুরু হয় গুলি বিনিময়। একটি গুলি এসে বিঁধে যায় দুলারচাঁদের বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, জনতা ছুটে পালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, চলছে তদন্ত।
পুলিশ এখনও হত্যার নির্দিষ্ট কারণ জানাতে পারেনি। তবে সূত্রের দাবি, ভোটপ্রচারের (Election campaigning) সময় থেকেই উত্তেজনা বাড়ছিল। পুরনো শত্রুতা এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন দুলারচাঁদ যাদব। এক সময় লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) ঘনিষ্ঠ এবং সক্রিয় আরজেডি (RJD) কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গত শতকের ৯০-এর দশকে তিনি তৃণমূল স্তরে প্রভাবশালী নেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।