Bihar Election: BJP-র প্রথম প্রার্থীতালিকা প্রকাশ, বাদ পড়লেন স্পিকার নন্দকিশোর যাদব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৭: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়, তবে তাৎপর্যপূর্ণভাবে বাদ পড়েছেন বিহার বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদব (Nand Kishor Yadav)। ২০১০ সাল থেকে তিনি পাটনা সাহিব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন, কিন্তু এবার সেই আসনে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে।
তালিকায় নাম রয়েছে বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (তারাপুর কেন্দ্র) এবং বিজয় সিনহা (লখিসরাই কেন্দ্র)। এছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদব দানাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রেম কুমার (গয়া), তারকিশোর প্রসাদ (কাটিহার), অলোক রঞ্জন ঝা (সহরসা), এবং মঙ্গল পাণ্ডে (সিওয়ান)।
রবিবার এনডিএ (NDA) জোটের আসনরফা চূড়ান্ত হয়। বিজেপি ও জেডিইউ সমানভাবে ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এলজেপি পাবে ২৯টি আসন, রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাবে ৬টি করে আসন।
তবে এই আসনবণ্টন নিয়ে এনডিএর শরিকদের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেছিলেন, জেডিইউকে অন্তত একটি আসন বেশি দিতে হবে। যদিও শেষ পর্যন্ত বিজেপি সেই দাবি খারিজ করে। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পাটনায় গিয়ে নীতীশের সঙ্গে বৈঠক করেন। তবু বিজেপি ও জেডিইউ (JDU) সমান সংখ্যক আসনে লড়ার সিদ্ধান্তেই স্থির থাকে গেরুয়া শিবির।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে এবং ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।