Bihar Election: মেলে নি টিকিট, নীতিশ কুমারের বাসভবনের সামনে বিক্ষোভ JDU নেতা-কর্মীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৫: জেডিইউ নেতা-কর্মীদের টিকিট বিতরণ নিয়ে ক্ষোভ ক্রমশ চরমে উঠছে। মঙ্গলবার পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের সামনে ধর্না ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থিপদ বণ্টন নিয়ে জেডিইউ-র (JDU) অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বাসভবনের সামনে জড়ো হন দলের একাধিক নেতা ও কর্মী। তাঁরা স্লোগান দিতে শুরু করেন এবং টিকিট বণ্টনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের পছন্দের নেতাদের প্রার্থী করা হচ্ছে না, বরং বহিরাগতদের টিকিট দেওয়ার পরিকল্পনা চলছে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। তিনি সরাসরি নীতীশ কুমারের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন এবং জানান, যতক্ষণ না তাঁর দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ তিনি সেখান থেকে সরবেন না। তাঁর কথায়, প্রয়োজনে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করলেও তিনি অবস্থান ছাড়বেন না।
অন্যদিকে, ভাগলপুরের জেডিইউ সাংসদ অজয় মণ্ডলও নিজের সংসদীয় কেন্দ্রে টিকিট বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি নীতীশ কুমারকে চিঠি দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই ঘটনাগুলি স্পষ্ট করে দিচ্ছে, এনডিএ-র আসন সমঝোতা সম্পন্ন হলেও জেডিইউ-র অভ্যন্তরে প্রার্থী নির্বাচনের বিষয়ে মতবিরোধ এখনও মেটেনি।
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে (১০১টি করে) লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জেডিইউ এখনও পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করেনি, যা দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের বিক্ষোভ দলীয় ঐক্য ও জনসমর্থনের ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।