Bihar Election Result: এনডিএর ১৭৪ আসনে জয়ের ফারাক SIR-এ বাতিল ভোটারের কম

November 15, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: বিহার নির্বাচনে বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিরোধীদের আপত্তি নতুন নয়। ভোটের ফল বেরোনোর পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। কারণ বিশ্লেষণে উঠে এসেছে, ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন পেয়েছে এনডিএ (NDA)। কিন্তু এই জয়ের মধ্যে ১৭৪টি আসনে এনডিএর ব্যবধান SIR-এ বাদ যাওয়া ভোটারের সংখ্যার তুলনায় কম।

নির্বাচনী তথ্য বলছে, ৯১টি আসনে ২০২০ সালের পর রাজনৈতিক পালাবদল হয়েছে। তার মধ্যে ৭৫টি আসনেই জিতেছে এনডিএ, মহাজোট পেয়েছে ১৫টি, একটি গেছে অন্যদের দখলে। সবচেয়ে বেশি হেরে গিয়েছে সেই সব আসন, যেখানে প্রচুর ভোটারের নাম বাদ পড়েছে।

উদাহরণ হিসেবে সামনে এসেছে মুজফফরপুরের কুরহানি কেন্দ্র। ২০২০ সালে যেখানে ছিল আরজেডি, এবার সেখানেই ৬১৬ ভোটে বিজেপির জয়। অথচ ওই কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা ২৪ হাজারের বেশি। একই চিত্র ভোজপুরের সন্দেশে। সেখানে জেডিইউ মাত্র ২৭ ভোটে জিতলেও SIR–এ বাদ যাওয়া নাম ২৫ হাজার ৬৮২।

রিপোর্টের মতে, যে সব আসনে ব্যাপক হারে ভোটার বাদ পড়েছে, সেখানেই বড় লাভে এনডিএ। যদিও ভোট শতাংশে এগিয়ে রয়েছে আরজেডি।

নির্বাচন কমিশনের (Election Commission) হিসাব বলছে, এ বার ১৪৩টি আসনে লড়ে আরজেডি পেয়েছে ২৫টি আসন। মোট ভোটের ২৩ শতাংশ তাদের দখলে। সংখ্যায় সেটা প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ভোট। ২০২০ সালে তাদের ভোটের হার ছিল ২৩.১১ শতাংশ। সামান্য পতন হলেও সে বার ৭৫টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হয়েছিল তারা।

বিজেপি ১০১টি আসনে প্রার্থী দিলেও জিতেছে ৮৯টিতে। তাদের ভোট শেয়ার ২০.০৮ শতাংশ, যা ২০২০ সালের ১৯.৪৬ শতাংশের তুলনায় কিছুটা বেশি। মোট ভোট এসেছে ১ কোটি ৮১ হাজারের কিছু বেশি, আরজেডির থেকে প্রায় ১৫ লক্ষ কম।

অন্যদিকে, নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ (JDU) বেশ ভাল ফল করেছে। দলটি পেয়েছে ৮৫টি আসন। এ বার তাদের ভোট শেয়ার ১৯.২৫ শতাংশ, যা গত বারের ১৫.৩৯ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। জেডিইউ-র মোট ভোট প্রায় ৯৬ লক্ষ ৬৭ হাজার।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (Election Commission) ভোটের আগেই SIR চালু করে নকল ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি করেছিল। সে সময় থেকেই বিরোধীরা অভিযোগ তুলছিল যে বহু প্রান্তিক ও দুর্বল ভোটারের নাম তালিকা থেকে ছাঁটা হয়েছে অস্বাভাবিক হারে। তবে কোনও রিপোর্টই সরাসরি বলে না যে এই বাদ যাওয়াই নির্বাচনের ফল নির্ধারণ করেছে। তবু সংখ্যাতত্ত্বে নতুন করে আগুন ধরিয়েছে SIR বিতর্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen