বিহারের রাজনীতিতে বদলের হাওয়া! জনমত সমীক্ষায় মুখ্যমন্ত্রী পছন্দের তালিকায় তৃতীয় স্থানে নীতীশ কুমার

October 11, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: বিহারের রাজনীতিতে যেন বইছে নতুন হাওয়া। বহু বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার–এর জনপ্রিয়তা এই নির্বাচনের আগে স্পষ্টতই কিছুটা কমেছে। সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসেবে পছন্দের দৌড়ে তিনি এখন তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছেন তেজস্বী যাদব এবং দ্বিতীয় স্থানে প্রশান্ত কিশোর।

C-Voter–এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, বিহারের ৩৬.২ শতাংশ ভোটদাতা তেজস্বীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওরাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal)–এর তরুণ মুখ হিসেবে রাজ্যে তাঁর জনপ্রিয়তা এখন সর্বোচ্চ। ভোটকুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর— যিনি সদ্য জন সুরাজ পার্টি গঠন করেছেন — তাঁর প্রতি সমর্থন ২৩.২ শতাংশ ভোটদাতার। আর নীতীশ কুমারকে পছন্দ করছেন মাত্র ১৫.৯ শতাংশ ভোটার।

এই ফলাফল গুরুত্বপূর্ণ কারণ মাত্র কিছুদিন আগেই IANS-Matrize–এর আর এক সমীক্ষায় নীতীশই ছিলেন ভোটারদের প্রথম পছন্দ। সেখানে তাঁর সমর্থনের হার ছিল ৪২ শতাংশেরও বেশি। কিন্তু অক্টোবর মাসে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই ছবিটা বদলে গিয়েছে।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন চিরাগ পাসওয়ান— ৮.৮ শতাংশ ভোটদাতা তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। পঞ্চম স্থানে আছেন সম্রাট চৌধুরী, যার সমর্থনের হার ৭.৮ শতাংশ।

উল্লেখ্য, Election Commission of India গত ৬ অক্টোবর ঘোষণা করেছে, বিহারের ২৪৩টি আসনে দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ভোট। ফলাফল প্রকাশ হবে ১৪ নভেম্বর।

ভোটের আগে এই সমীক্ষা যে রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য। নীতীশ কুমারের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কি এবারও তাঁকে মসনদে ফিরিয়ে আনবে? নাকি নতুন প্রজন্মের নেতা হিসেবে তেজস্বী বা পিকে-ই হয়ে উঠবেন বিহারের নতুন মুখ? এখন তাকিয়ে ভোটবাক্সের দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen