বিহারে জন সুরাজ কর্মীর খুনে গ্রেপ্তার বিজেপির জোটসঙ্গী প্রার্থী

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: বিহার বিধানসভা নির্বাচনের আগে জন সুরাজ কর্মী দুলারচন্দ যাদব হত্যাকাণ্ডে শনিবার গ্রেফতার করা হয়েছে মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিংকে। পাটনার এসএসপির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বারহ এলাকার কার্গিল মার্কেটের বাসভবন থেকে অনন্ত সিংকে আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাটনায় নিয়ে আসা হয়।

দুলারচন্দ যাদব জন সুরাজ পার্টির সক্রিয় কর্মী ছিলেন। নির্বাচনী প্রচারের সময় হওয়া আক্রমণের জেরে মারাত্মক আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে দেখা গিয়েছে, তাঁর ফুসফুস ফেটে গিয়েছিল এবং একাধিক পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। এই মৃত্যুই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে সমগ্র বিহারে।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় তিনটি পৃথক FIR নথিভুক্ত করেছে এবং দু’জনকে গ্রেফতার করেছে। দুলারচন্দের নাতির দায়ের করা প্রথম মামলায় সরাসরি অভিযুক্ত করা হয়েছে অনন্ত সিং ও আরও চারজনকে। দ্বিতীয় এফআইআরটি দায়ের করেছে বিরোধী গোষ্ঠী, আর তৃতীয়টি নথিভুক্ত করেছে পুলিশ তাদের নিজস্ব তদন্তের ভিত্তিতে।

বিরোধীরা বলেছেন, এই ঘটনাই তুলে ধরেছে বিজেপি ও জেডিইউ জোটের আসল রূপ। বিহারের সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছে, বিজেপি-জেডিইউ সরকার কী অপরাধীদের আশ্রয়দাতা হয়ে উঠেছে?

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen