ঘোষিত হল BJP-র নয়া কার্যনির্বাহী সভাপতির নাম, পিছু ছাড়ল না পরিবারতন্ত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২০: অদ্যাবধি সর্বভারতীয় সভাপতি ঠিক করতে পারল না বিজেপি। নাড্ডার বিকল্প নিয়ে নানা জল্পনা চলছে, এই আবহে নয়া কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। আজ, রবিবার বিজেপির সংসদীয় বোর্ডের তরফে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ওই পদে নীতীন নবীনকে (Nitin Nabin) বেছে নেওয়া হয়েছে। নীতীন এখন বিহারের NDA সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তিনি নীতীশ কুমার সরকারের সড়ক নির্মাণ মন্ত্রী।
BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এদিন নীতীনের নাম ঘোষণা করেন। দলের সংসদীয় বোর্ডের অনুমতিক্রমেই তাঁকে কার্যকরী সভাপতি নিযুক্ত করা হল।
অরুণ বিবৃতিতে বলেন, ‘বিজেপি-র সংসদীয় বোর্ড শ্রী নীতীন নবীনকে ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত করেছে।’ প্রধানমন্ত্রী মোদী নবীনকে অভিনন্দন জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে তাঁর সুখ্যাতি করেন। উল্লেখ্য, সভাপতি হওয়ার আগে নাড্ডাও এই পদে ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিযুক্ত হন নাড্ডা। মেয়াদ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এতদিন দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বার বার তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।
পাঁচ বারের বিধায়ক নীতীন। নবীনের বাবা নবীন কিশোর প্রসাদ সিংহও বিজেপি-র শীর্ষস্তরের নেতা ছিলেন। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর রাজনীতিতে আসেন নবীন। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হওয়ার আগে কার্যনির্বাহী সভাপতি হিসাবে আসীন ছিলেন নাড্ডাও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়েও এগিয়ে গেলেন নীতীন।