বিহারে SIR-র পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কত নাম বাদ পড়ল?

September 30, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR) শুরু করার পর থেকেই তা নিয়ে নানা বিতর্ক হয়েছে। মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। বিহারের রাজনীতি তো বটেই, তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিও। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তা নজরে রেখে বিষয়টি নিয়ে বিরোধীরা সরব হয়েছে। ‘ভোটাধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবেরা। সেই আবহে এসআইআর শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

এসআইআর-র পর বিহারের চূড়ান্ত ভোটের তালিকা থেকে বাদ পড়ল ৪৭ লক্ষ ভোটারের নাম। SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটার ছিলেন ৭.৮৯ কোটি। প্রক্রিয়া শেষে ভোটার সংখ্যা দাঁড়াল ৭.৪২ কোটি। খসড়া তালিকায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রিভিশনের পর খসড়া তালিকায় না থাকা আরও ২১ লক্ষ ৫৩ হাজার মানুষের নাম ভোটার তালিকায় সংযোজন করা হয়েছে। চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও ৩ লক্ষ ৬৬ ভোটার। সব মিলিয়ে গোটা SIR প্রক্রিয়ায় নাম বাদ গেল ৪৭ লক্ষ ভোটারের। কমিশনের দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ ভোটার।

প্রশ্ন হল, যে ৪৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লেন তাঁরা কারা? কমিশনের দাবি, যাদের নাম বাদ গিয়েছে তারা কেউ বৈধ ভোটার নয়। তারা হয় মৃত, নয় অন্য এলাকায় চলে গিয়েছেন, নয়তো তাদের ঠিকানা পাওয়া যায়নি। মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে মুজফ্‌ফরপুর এবং পটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে। মুজফ্‌ফরপুরে বেড়েছে ৮৮,১০৮ ভোটার।

কমিশন জানিয়েছে, এসআইআর-এর আগে বিহারে ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। গত ১ অগস্ট যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে বাদ পড়ে ৬৫.৬৩ লাখ নাম। ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠানো হয়েছিল। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ১৬.৫৬ লাখের বেশি মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছিলেন। তবে নতুন ভোটার তালিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলছে বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen