Bihar SIR: ভোটার তালিকায় ভয়াবহ অসংগতি, একদিনে নিখোঁজ ভোটার ১১ হাজার থেকে বেড়ে ১ লক্ষ
২২শে জুলাই পর্যন্ত ভোটার তালিকায় “খোঁজ মেলেনি” এমন ভোটারের সংখ্যা ছিল ১১,৪৮৪। ২৩শে জুলাইতেই সেই সংখ্যা আচমকাই বেড়ে দাঁড়ায় ১ লক্ষে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৭: বিহারে চলমান ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। একটি ফেসবুক পোস্টে তৃণমূল তথ্যপ্রমাণ দিয়ে পোস্ট করেছে যে, সংশোধনের সময় ভোটার তালিকায় একাধিক অসংগতি ধরা পড়েছে, যা ভোটাধিকার হরণ এবং গণতন্ত্রকে আঘাত করার সমান।
তৃণমূল কংগ্রেসের পোস্ট অনুযায়ী, ২২শে জুলাই পর্যন্ত ভোটার তালিকায় “খোঁজ মেলেনি” এমন ভোটারের সংখ্যা ছিল ১১,৪৮৪। কিন্তু পরের দিন, অর্থাৎ ২৩শে জুলাইতেই সেই সংখ্যা আচমকাই বেড়ে দাঁড়ায় ১ লক্ষে। প্রশ্ন, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এমন অস্বাভাবিক বৃদ্ধি কী ভাবে সম্ভব হল, তার কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রশাসনের পক্ষ থেকে এখনও মেলেনি।
এছাড়া, ভোটার কভারেজ ৮৮.১৮% থাকাকালীন বাতিলের জন্য চিহ্নিত ভোটারের সংখ্যা ছিল ৩৫ লক্ষ। কিন্তু কভারেজ বাড়িয়ে ৯৮.০১% করলে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লক্ষে। অর্থাৎ, নতুনভাবে পর্যালোচিত ৭৭.৬২ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২১ লক্ষকেই বাতিলের জন্য চিহ্নিত করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, এই পরিসংখ্যান স্পষ্টতই অসঙ্গতিপূর্ণ এবং সন্দেহজনক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পোস্টে প্রশ্ন তোলা হয়েছে – কারা এই নতুন ভোটার, যাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? কী ভাবে এমন সংখ্যাগত কারসাজি মাত্র এক রাতের ব্যবধানে ঘটতে পারে? এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কী চুপিসারে লক্ষ-লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে?
তৃণমূল কংগ্রেস দাবি করেছে, নির্বাচন কমিশনকে (ECI) এই ঘটনায় স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। তাদের মতে, “যখন চুপিসারে গণতন্ত্রের ভিত ধ্বংস করার চেষ্টা চলছে, তখন চুপ করে থাকা কোনও বিকল্প নয়।”
তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই ধরণের প্রক্রিয়া নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।