Bihar SIR: তিন লক্ষ ভোটারকে নোটিশ, আরও ভোটদাতা বাদ পড়ার আশঙ্কা?

বিহারে SIR-কে ঘিরে ফের নতুন বিতর্ক! খসড়া ভোটার তালিকায় যাঁরা ঠাঁই পেয়েছেন, তাঁরাও নিরাপদ নন।

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫২: বিহারে SIR-কে ঘিরে ফের নতুন বিতর্ক! খসড়া ভোটার তালিকায় যাঁরা ঠাঁই পেয়েছেন, তাঁরাও নিরাপদ নন। খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে এমন ৩ লক্ষ ভোটারকে নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ, তাঁদের নথিতে গন্ডগোল রয়েছে। সূত্রের খবর, আগামী সাতদিনের মধ্যে বৈধ নথি সহ ERO-দের কাছে হাজিরা দিতে বলা হয়েছে।

কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় বিহারের ৯৮.২ শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছে। ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন। যাচাই করার সময় নাকি দেখা যাচ্ছে বহু নথিতে গরমিল রয়েছে। কেউ কেউ কোনও বৈধ নথিই জমা করেননি। এমন ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। আপাতত সংখ্যাটা ৩ লক্ষ। সংখ্যাটা আরও বাড়তে পারে। আশঙ্কা, শেষ পর্যন্ত এমন সংখ্যা আরও বাড়তে পারে।

এমন ভোটারদের আগামী ৭ দিনের মধ্যে বৈধ নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না-দিলে বা সন্তোষজনক নথি জমা দিতে না-পারলে ওই ভোটারদের নামও তালিকা থেকে কেটে দেওয়া হবে। আগামী বিধানসভা ভোটে এঁরা ভোট দিতে পারবেন না। যাঁরা নোটিশ পেয়েছেন, তাঁদের অধিকাংশই কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, মধুবনী, পশ্চিম চম্পারণের বাসিন্দা। অধিকাংশই সংখ্যালঘু।

উল্লেখ্য, SIR-র পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের দাবি, যার মধ্যে ২২ লক্ষ মৃত। ৩৬ লক্ষ স্থানাস্তরিত বা তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। বিরোধীদের যুক্তি, অনেক বৈধ ভোটারই রয়েছেন যাঁদের কাছে হয়ত কমিশনের চাওয়া নথি নেই। প্রায় দু’লক্ষ মানুষ নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen