Bihar SIR: দেড় দশকে প্রথম কমে গেল মহিলা ভোটারের সংখ্যা!

October 20, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৪: SIR-র পর ভোটার তালিকায় জনবিন্যাসের খোলনলচে বদলে গেল! কমে গেল মহিলা ভোটারের সংখ্যা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের হার ছিল বেশি। SIR-র পর সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে মহিলা ও পুরুষ ভোটারের অনুপাত ৮৯২:১০০০। অর্থাৎ কমে গিয়েছে মহিলা ভোটারের অনুপাত। গত দেড় দশকে প্রথম ঘটল এমন ঘটনা।

নির্বাচন কমিশন বিহারে বিশেষ নিবিড় সংশোধন চালায়। মনে করা হয়েছিল, সংশোধিত তালিকায় পুরুষ ভোটারদের সংখ্যা কমবে। বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। মহিলা ভোটারদের অনুপাতই কমে গিয়েছে। ২০২০ সালের হিসেব অনুযায়ী, বিহারে মহিলা ও পুরুষ ভোটারের অনুপাত ছিল ৮৯৯:১০০০। পরিসংখ্যান অনুসারে, মহিলা ভোটারের সংখ্যা হ্রাস পেয়েছে। ২০০৫ ও ২০১০ সালের বিহার বিধানসভা নির্বাচনের সময় দেখা গিয়েছিল প্রতি হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা যথাক্রমে ৮৬৫ ও ৮৫৯। ২০১৫-র বিধানসভা নির্বাচনের সময় সে রাজ্যে প্রতি হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা বেড়ে হয় ৮৭৪।

জানা যাচ্ছে, বিহারের মোট ভোটার ৭ কোটি ৪৩ লক্ষ। তাঁদের মধ্যে ৩ কোটি ৯২ লক্ষ পুরুষ, ৩ কোটি ৫০ লক্ষ মহিলা এবং ১৭২৫ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি। বিহারের ৩৮টি জেলার মধ্যে ৩২টি জেলার SIR পরবর্তী তথ্য প্রকাশ করা হয়েছে। প্রায় ১৫ জেলায় মহিলা ভোটারের অনুপাত হ্রাস পেয়েছে। তবে এই প্রথম যে এমন ভাবে অনুপাত কমে গেল তা নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen