বিহারের খসড়া ভোটার তালিকায় ফের গরমিল, হিন্দু গ্রামে ‘১০০ মুসলিম ভোটার’!

মোহনপুর কাতেসর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি পরিবারই হিন্দু সম্প্রদায়ের।

September 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ভোটার তালিকা ঘিরে ফের বিতর্কে বিহার। মুজফ্ফরপুর জেলার মোহনপুর গ্রামে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, হিন্দু অধ্যুষিত এই গ্রামে অন্তত ১০০ জন মুসলিম ভোটারের নাম রয়েছে। অভিযোগ সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মোহনপুর কাতেসর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি পরিবারই হিন্দু সম্প্রদায়ের। কিন্তু খসড়া তালিকায় ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর বাড়ির ঠিকানায় মোট ১৫ জন মুসলিম ভোটারের নাম উঠে এসেছে। একইসঙ্গে ৩০ নম্বর বাড়িতেও দেখা যাচ্ছে দুই মুসলিম ভোটারের নাম। অথচ সেই বাড়ির বাসিন্দা কামেশ্বর ঠাকুর দাবি করেছেন, “আমাদের পরিবারের সদস্য ছয়জন। অথচ তালিকায় রোশন খাতুন ও মহম্মদ সাবির নামে দুই অচেনা ভোটারের নাম ঢুকে পড়েছে।”

এমন অভিযোগ গ্রামের আরও অনেক পরিবারই করেছেন। তাঁদের দাবি, শতভাগ হিন্দু জনবসতিপূর্ণ গ্রামে কীভাবে মুসলিম ভোটারের নাম ঢুকে গেল, তা সাধারণ ভুল নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র।

বিহারে চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে এর আগেই বিতর্ক সৃষ্টি হয়েছিল। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তার মধ্যেই ভোটার তালিকায় (Voter List) নাম, বয়স ও ঠিকানার একাধিক গরমিল আরও প্রশ্ন তুলছে।

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে প্রশাসন কার্যত নীরব ভূমিকা নিয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশোধন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen