বিমল-বিনয় বৈঠকে দার্জিলিঙে নতুন সমীকরণের ইঙ্গিত

সম্প্রতি অনীত থাপা-পন্থী মোর্চা ছেড়ে রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেছিলেন বিনয় তামাং।

August 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার বিনয় তামাংয়ের সঙ্গে (Binay Tamang) বৈঠক করলেন বিমল গুরুং (Bimal Gurung)। মোর্চার এই  দুই শীর্ষনেতার আচমকা বৈঠক ঘিরে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ দেখছে রাজনৈতিক মহল। এদিন দার্জিলিংয়ের পাতবঙে এক ঘণ্টারও বেশি সময় ধরে এই দুই নেতা বৈঠক করেছেন।

সম্প্রতি অনীত থাপা-পন্থী মোর্চা ছেড়ে রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেছিলেন বিনয় তামাং। তারপরই এদিন পুরনো নেতা বিমল গুরুংয়ের সঙ্গে তাঁর বৈঠক। যদিও এদিনের বৈঠক নিয়ে বিমল গুরুং বা বিনয় তামাং—কেউই খোলাখুলি কিছু বলেননি। বিমল গুরুং জানিয়েছেন, ‘কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে মোর্চার কোনও প্রতিনিধি থাকবে না।’ আর বিনয় তামাং বলেন, ‘পাহাড়ের উন্নয়ন নিয়ে আমাদের কথা হয়েছে। পাহাড়বাসীর উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সামনেই মোর্চার প্রতিষ্ঠা দিবস। সেব্যাপারেও কথা হয়েছে। বাকিটা সময় মতো জানাব।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen