গুরুতর অসুস্থ বিনয় তামাং

বিনয় তামাংয়েরর গলব্লাডারে স্টোন রয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

November 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুরুতর অসুস্থ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং (Binay Tamang)। পেটে মারাত্মক ব্যথা হওয়ায় বুধবার তাঁকে প্রথমে দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয়। পরে মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিনয়কে৷

মোর্চার সাধারণ সম্পাদক অনীত থাপা বিনয়ের সঙ্গে রয়েছেন। তিনি জানিয়েছেন, পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় প্রথমে বিনয় তামাংকে দার্জিলিং হাসপাতালে (Darjeeling Hospital) ভর্তি করা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে শিলিগুড়িতে নামিয়ে আনা হয়েছে। সিটি স্ক্যানে দেখা গিয়েছে, বিনয় তামাংয়েরর গলব্লাডারে স্টোন রয়েছে। তবে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen