রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন বায়ো ফুয়েল পলিসির, বাড়বে কর্মসংস্থান

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এদিন ক্যাবিনেটের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে বায়ো ফুয়েল পলিসি আর ডেটা সেন্টার পলিসি

September 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভাঙা চাল দিয়ে ইথানল (bio fuel policy) তৈরির কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। গতকালের এই ঘোষণার পর বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন পেল।

শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এদিন ক্যাবিনেটের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে বায়ো ফুয়েল পলিসি আর ডেটা সেন্টার পলিসি। এর ফলে পশ্চিমবঙ্গের শিল্পে উন্নয়ন হবে বলে আশাবাদী তিনি। তাঁর কথায় এই পলিসি গৃহীত হলে বেশ কিছু সংস্থা এখানে বিনিয়োগে উৎসাহিত হবে। তাতে কর্মসংস্থান বাড়বে, কৃষিক্ষেত্রেও অর্থনৈতিক উন্নয়ন হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের প্রথম বৈঠক হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। পাশাপাশি এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায় শিল্প নিয়ে আরও একটি বৈঠক করেছেন। অল ইন্ডিয়া ফাউন্ড্রি অ্যাসোসিয়েশনের এই বৈঠকে প্রায় এক হাজার সদস্য যোগ দিয়েছিলেন ভার্চুয়াল মাধ্যমে। সেখানে বলা হয়, বিগত দশ বছরে রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে উঠেছে। দু হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে, যাতে অন্তত কয়েক হাজার কর্মসংস্থান এর সুযোগ রয়েছে। শিল্পের উন্নতির জন্য যা যা সাহায্য দরকার সরকার তা করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পানাগড় থেকে বলেছিলেন, “ইথানল হল পরিবেশ বান্ধব। পেট্রল-ডিজেলের বিকল্প হিসেবে কাজ করবে। আর এটা তৈরির মূল জিনিস হচ্ছে ভাঙা চাল”। চাষিদের থেকে ভাঙা চাল কিনবে রাজ্য সরকার। তা দিয়ে তৈরি হবে বিকল্প জৈব জ্বালানি ইথানল।এইও শিল্পে দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, ইথানল তৈরি শিল্পে, ৪৮ হাজারের বেশি মানুষ কাজ পাবেন। মুখ্যমন্ত্রীর সেই পরিকল্পনা এদিন অনুমোদন পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen