পিংলায় বিড়লা গোষ্ঠীর কারখানা উদ্বোধন বাতিল, নেপথ্যে ‘হাই লোডেড ভাইরাস’: কাকে উদ্দেশ্য করে বললেন মুখ্যমন্ত্রী?

October 8, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৫: পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধন ঘিরে তৈরি হল রাজনৈতিক বিতর্ক। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে এই প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা ছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি নিজেই ঘোষণা করেন, “আমি নিজে সেই কর্মসূচিতে উপস্থিত থেকে ফিতে কাটব।” কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিড়লা গোষ্ঠীর তরফে জানানো হয়, অনুষ্ঠান বাতিল করা হয়েছে- এক শীর্ষকর্তার অসুস্থতার কারণে।

 

বুধবার উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন শেষে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “গত কাল (মঙ্গলবার) সাংবাদিক সম্মেলন থেকে আমি বলেছিলাম, বৃহস্পতিবার বিড়লা ওপাসের রঙের কারখানা উদ্বোধন করব। সেই কথা বলার আধ ঘণ্টার ম‌ধ্যে আমার কাছে বার্তা এল, ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। ওদের (Birla) এক জনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত বাতিল করেছে। জানিয়েছে, পরে হবে।’’

 

বিড়লা গোষ্ঠীর নাম না করে তিনি বলেন, ‘‘আমি ওদের (বিড়লা গোষ্ঠীকে) দোষ দিতে চাই না। আমি বুঝেছি এর পিছনে হাই লোডেড ভাইরাস রয়েছে। সবাইকে থ্রেট করছে।’’ যদিও কোনও ব্যক্তি বা দলের নাম উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের ইঙ্গিত বিজেপির দিকে।

 

জেলার প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব প্রথমে উদ্বোধন বাতিলের বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি। পরে মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। উল্লেখ্য, খড়্গপুর শিল্পতালুকে এই কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী।

 

একই দিন নির্বাচন কমিশনের বঙ্গ সফর নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর বক্তব্য, “উৎসবের মরসুমে, একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে দুর্যোগ- এই অবস্থায় ১৫ দিনের মধ্যে এসআইআর (SIR) কীভাবে সম্ভব!”

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি আক্রমণ করে বলেন, “এ সব অমিত শাহর খেল! অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) নিশানা করে বলেন, “একদিন উনিই আপনার মিরজাফর হবেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen