মহারাজা তোমারে সেলাম – পালিত হচ্ছে সত্যজিতের জন্মশতবার্শিকী

লকডাউন এর এই কঠিন সময়ে ১০০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইনে পালিত হতে চলেছে চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। ২ মে জন্মশতবর্ষ পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষে ‘ইস্কুলে বায়োস্কোপ’ শীর্ষক একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল অনেক দিন আগেই। ঠিক ছিল শহরের ১০০টি স্কুলে দেখানো হবে সত্যজিৎ রায় পরিচালিত বিভিন্ন চলচ্চিত্র। শুরু করা হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুল থেকে। যেখানে সত্যজিৎ রায় পড়াশোনা করেছেন। কেক কাটা, আলোচনা, মতামত আদান-প্রদান আর সঙ্গে সিনেমা দেখা। মোটামুটি এই ছিল তালিকায়।

May 2, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

লকডাউন এর এই কঠিন সময়ে ১০০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনলাইনে পালিত হতে চলেছে চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। ২ মে জন্মশতবর্ষ পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষে ‘ইস্কুলে বায়োস্কোপ’ শীর্ষক একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল অনেক দিন আগেই। ঠিক ছিল শহরের ১০০টি স্কুলে দেখানো হবে সত্যজিৎ রায় পরিচালিত বিভিন্ন চলচ্চিত্র। শুরু করা হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুল থেকে। যেখানে সত্যজিৎ রায় পড়াশোনা করেছেন। কেক কাটা, আলোচনা, মতামত আদান-প্রদান আর সঙ্গে সিনেমা দেখা। মোটামুটি এই ছিল তালিকায়। 

কিন্তু করোনা-আতঙ্কে আপাতত বন্ধ সব স্কুল। কিন্তু অনুষ্ঠান বন্ধ হচ্ছে না। এখন পুরো অনুষ্ঠানটি হবে অনলাইনে। অর্থাৎ বাড়িতে বসেই ছাত্র-ছাত্রীরা সত্যজিৎ রায় ছ’টি সিনেমা দেখতে পারবেন। শিক্ষক-শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়া হবে কিছু কাজ। এই কাজগুলোর মধ্যে রয়েছে পোস্টার ডিজাইন, কুইজ, ছবির কোনও চরিত্র নিয়ে আলোচনা-সহ আরও বেশ কিছু মজার জিনিস। এই উদ্যোগে খুশি পরিচালক সন্দীপ রায়। 

তিনি বলছেন, ‘যে কোনও সংস্কৃতি চর্চা স্কুল স্তর থেকে হওয়া উচিত। এই উদ্যোগ সে রকম একটি। শুধুমাত্র সত্যজিৎ রায়ের ছবি দেখানো নয়, সেই ছবির পোস্টার বানানো, চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করা এ সব কিছুর মাধ্যমে ছোটরা তাদের শিকড়কে জানবে। তাদের আগ্রহ বাড়বে। ফলে আজকের এই ডিজিটাল নির্ভর যুগে এই ধরনের পদক্ষেপ একান্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়।’ এই ছটি সিনেমার মধ্যে রয়েছে ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, ‘গুপী বাঘা ফিরে এল’, ‘ফটিকচাঁদ’, ‘সোনার কেল্লা’ আর ‘জয় বাবা ফেলুনাথ’। 

উদ্যোক্তাদের তরফে কৌশিক চক্রবর্তী জানাচ্ছেন, ‘প্রতিবছর জুন-জুলাই মাস নাগাদ আমরা এক অভিনব শিশু চলচ্চিত্র উৎসব আয়োজন করি। এ বছর সেটা মে মাসে করার কারণ সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ।’ মর্ডান হাই স্কুল ফর গার্লস, দিল্লি পাবলিক স্কুল, সাউথ পয়েন্ট, প্র্যাট মেমোরিয়াল, পাঠভবন সহ ১০০ টি নামকরা স্কুলে চলবে এই অনুষ্ঠান। ৪মে থেকে শুরু হবে বিভিন্ন স্কুলে এই সিনেমা প্রদর্শন। চলবে ৪ জুলাই অবধি। বিভিন্ন ‘ইমেজ’ বিভাগে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জুলাই মাসের শেষের দিকে। 

উদ্যোক্তারা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপ এবং ই-মেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সত্যজিৎ রায় সম্বন্ধে পাঁচটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে তৈরি করা হবে একটি তথ্যচিত্র। সব ঠিক মতো চললে সম্ভবত এটি হতে চলেছে সত্যজিৎ রায়ের উপর নির্মিত প্রথম ক্রাউড সোর্সড তথ্যচিত্র। যার নাম হবে ‘মহারাজা শতবর্ষে তোমারে সেলাম’। অনুষ্ঠানটি ভাবনা, ও পরিচালনায় রয়েছেন শুভা দাস মল্লিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen