রঙ তুলিতে বালুচরি শাড়ির আঁচলের নকশায় সেজে উঠছে বিষ্ণুপুরের ট্রেজারি ভবন

ভবনটি বিষ্ণুপুর শহরের প্রধান রাস্তার ধারে অবস্থিত। যা নজর কাড়ছে পথচারীদের। শিল্পীকে বাহবা দিচ্ছেন তাঁরা।

March 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিষ্ণুপুরের মহকুমা ট্রেজারি ভবন বালুচরি শাড়ির আঁচলের আদলে সেজে উঠছে। বিষ্ণুপুরের শিল্পী সজল কাইতির রঙ তুলিতে ভবনের দেওয়ালে ফুটে উঠেছে শাড়ির আঁচল। ভবনটি বিষ্ণুপুর শহরের প্রধান রাস্তার ধারে অবস্থিত। যা নজর কাড়ছে পথচারীদের। শিল্পীকে বাহবা দিচ্ছেন তাঁরা।

ট্রেজারি ভবনটি বেহাল হয়ে পড়েছিল। নতুন করে সংস্কারের কাজ চলছে। ভিতরে এবং বাইরে নতুন করে রঙ করা হয়েছে। ভবনের দেওয়াল সুন্দর করে সাজানো হচ্ছে। পর্যটকদের কাছে ঐতিহ্যমণ্ডিত বালুচরি শাড়িকে তুলে ধরতে দেওয়ালে ছবি আঁকা হচ্ছে।

মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ট্রেজারি বিল্ডিংটিকে সাজানোর পরিকল্পনা হয়। বিষ্ণুপুরের বালুচরিকে দেওয়ালজুড়ে তুলে ধরার সিদ্ধান্ত হয়। বালুচরির আঁচল ও পাড়ে যে কলকা থাকে, তারই অনুরূপ ছবি বড় আকারে তুলে ধরা হচ্ছে। দোতলার পূর্ব প্রান্তের দেওয়ালে বালুচরির কলকা আঁকা শুরু করেছেন। দূর থেকে একটি শাড়ির আঁচল বলেই মনে হচ্ছে। এতে নাগরিকরা খুশি হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen