বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫: কলকাতায় ৭ বিভাগে কারা জিতল সেরার শিরোপা?

September 27, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৬: শনিবার পঞ্চমীর সন্ধ্যায় ঘোষিত হল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫ বিজয়ীদের নাম। এবছর মোট ৭টি বিভাগে পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার, পাশাপাশি বিশেষ পুরস্কার পেয়েছে ২৬টি পুজো কমিটি। কলকাতার ছোট-বড় অধিকাংশ পুজো কমিটি কোনও না কোনও বিভাগে সন্মানিত হয়েছে।

*৭টি প্রধান বিভাগ ও সেরা পুজো কমিটিগুলো:*

সেরা পুজো (২৬টি)

বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ বিশ্বজনীন, চেতলা অগ্রণী ক্লাব, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং, বডিগার্ড লাইনস আবাসিক, এ.কে ব্লক অ্যাসোসিয়েশন (বিধাননগর), ত্রিধারা অকালবোধন, আহিরীটোলা সর্বজনীন, বেহালা নূতন দল, দমদম তরুণ দল, ৪১ পল্লী ক্লাব (হরিদেবপুর), বড়িশা ক্লাব, বাদামতলা আষাঢ় সংঘ, চক্রবেড়িয়া সর্বজনীন, ২৫ পল্লী ক্লাব (খিদিরপুর), গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কাশী বোস লেন সর্বজনীন, আলিপুর সর্বজনীন, হিন্দুস্থান পার্ক সর্বজনীন, অর্জুনপুর আমরা সবাই ক্লাব, হাতিবাগান সর্বজনীন, এস.বি পার্ক সর্বজনীন সহ অন্যান্যরা।

*সেরা সাবেকি পুজো (১২টি)*

বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন ক্লাব, সিংহী পার্ক সর্বজনীন, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালি ক্লাব, বড়িশা প্লেয়ার্স কর্নার, সমাজসেবী সংঘ, কলেজ স্কোয়ার, ৬৬ পল্লী ক্লাব, শিবমন্দির সর্বজনীন, শিবপুর মন্দিরতলা সাধারণ, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক বারোয়ারি।

*সেরা মণ্ডপ (১৩টি)*

কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি, বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লী, নেতাজীনগর নাগরিকবৃন্দ (মহিলা পরিচালিত), ৭৫ পল্লী (ভবানীপুর), ৯৫ পল্লী সর্বজনীন, বাবুবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, ন’পাড়া দাদা ভাই সংঘ, রাজডাঙা নব উদয় সংঘ, দেশপ্রিয় পার্ক (বালিগঞ্জ সর্বজনীন), কামডহরি সুভাষপল্লী সর্বজনীন।

সেরা প্রতিমা (৭টি)

৭৪ পল্লী (খিদিরপুর), তেলেঙ্গাবাগান সর্বজনীন, বেহালা ক্লাব সর্বজনীন, অবসর সর্বজনীন, ইয়ুথ অ্যাসোসিয়েশন (মহম্মদ আলি পার্ক), অশোকনগর সর্বজনীন, দক্ষিণ কলকাতা সর্বজনীন।

সেরা ভাবনা (১৭টি)

রামমোহন সম্মিলনী, বেলিয়াঘাটা ৩৩ পল্লীবাসীবৃন্দ, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন, বসপুকুর শীতলা মন্দির, নবপল্লী স্পোর্টিং ক্লাব, মানিকতলা চালতাবাগান লোহাপট্টি, কোলাহল গোষ্ঠী, বসপুকুর তালবাগান সর্বজনীন, কালিঘাট কিশোর সংঘ, উদয়ন খিদিরপুর, বকুলবাগান সর্বজনীন, কেষ্টপুর প্রফুল্লকানন সর্বজনীন, অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব, চোরবাগান সর্বজনীন, চালতাবাগান সর্বজনীন, চেতলা আলাপী ক্লাব, দমদম পার্ক ভারতচক্র ক্লাব।

সেরা পরিবেশবান্ধব পুজো (১৪টি)

১৪ পল্লী উদয়ন সংঘ (এন্টালি), ডায়মন্ড পার্ক বেহালা, যুবমৈত্রী (কালিঘাট), দক্ষিণপাড়া দুর্গোৎসব, অজেয় সংহতি, সিকদারবাগান সাধারণ, পূর্বাচল শক্তি সংঘ, টালা বারোয়ারি, সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, নেতাজী জাতীয় সেবাদল, যোধপুরপার্ক শারদীয়া, এফডি ব্লক সর্বজনীন (সল্টলেক), সন্তোষপুর লেক পল্লী, সংঘশ্রী।

বিশেষ পুরস্কার (২৬টি)

আদি বালিগঞ্জ সর্বজনীন, ভবানীপুর ৭০ পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাটাম ক্লাব (পেয়ারাবাগান), ফরোয়ার্ড ক্লাব, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, ৭৬ পল্লী সর্বজনীন, বালিগঞ্জ ২১ পল্লী, প্রগতি সংঘ (পূর্ব পুঁটিয়ারি), বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ৬৮ পল্লী সর্বজনীন, ৬৪ পল্লী (মনোহরপুকুর রোড), ২২ পল্লী সর্বজনীন, গোলমাঠ দুর্গাপূজা সমিতি, লালাবাগান নবাঙ্কুর সংঘ, গ্রিনপার্ক সর্বজনীন, এন.এস.সি. স্পোর্টস ক্লাব, আই বি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফতেপুর দুর্গোৎসব কমিটি, খিদিরপুর পল্লী শারদীয়া, ক্যানাল রোড সমাজসেবী সমিতি, পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব, আলিপুর গোপালনগর ৭৮ পল্লী, ভবানীপুর মুক্তদল, পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর স্বাধীন সংঘ, ৬২ পল্লী (হরিশ মুখার্জি রোড)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen