যাদবপুরে নির্দল হিসেবে মনোনয়ন ২০১৬-র ভোটে ভাঙড় বিধানসভার BJP প্রার্থীর

বিজেপির ডামি ক্যান্ডিডেটের অভিযোগ অস্বীকার করে প্রার্থী বলেন, তিনি বিজেপির সঙ্গে যুক্ত ঠিকই। কিন্তু কোনও ডামি প্রার্থীর বিষয় নেই।

May 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ভাঙড় বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী করেছিল অবনীকুমার মণ্ডল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী করেছিল অবনীকুমার মণ্ডল। লোকসভা নির্বাচনে সেই অবনীকুমার এবার যাদবপুর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। অস্বস্তিতে পড়েছে বিজেপি (BJP)। বিজেপি নেতা নির্দল হয়ে ভোটে দাঁড়াতে দলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

খোদ বিজেপি বলছে, ২০১৩ সাল থেকে বিজেপি করছেন অবনীকুমার মণ্ডল (Abani Kumar Mondal)। ভাঙড়েই তিনি রাজনীতি করেন। স্কুলে শিক্ষকতা করতেন তিনি, এখন অবসরপ্রাপ্ত। ২০১৬ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাত্র সাড়ে ন’হাজার ভোট পেয়েছিলেন অবনীকুমার মণ্ডল। হঠাৎ করে কেন লোকসভা ভোটে নির্দল হয়ে মনোনয়ন জমা দিলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অবনীকুমার মণ্ডলের কথায়, পুরোটাই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এমনকি বাড়িতে জানাননি তিনি। দাঁড়াতে ইচ্ছে হয়েছিল, তাই মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির ডামি ক্যান্ডিডেটের অভিযোগ অস্বীকার করে প্রার্থী বলেন, তিনি বিজেপির সঙ্গে যুক্ত ঠিকই। কিন্তু কোনও ডামি প্রার্থীর বিষয় নেই। তবে কি গোটাটাই বিজেপির গোষ্ঠী কোন্দলের ফসল?

যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Gangopadhyay) বলেন, মনোনয়ন জমা দেওয়ার অধিকার সবারই রয়েছে। ভাঙড়ে বিজেপির যে ভোটব্যাঙ্ক রয়েছে, তা অটুট রয়েছে। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Saayoni Ghosh) বলছেন, প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাড়ে ন’হাজার ভোট পেয়েছিলেন উনি। এবার হয়ত তিনি ৯৫০ ভোট পাবেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে তাঁকে দাঁড় করিয়েছে, যাতে তিনি ভোট কাটতে পারেন। কিন্তু কোনও সুবিধা করতে পারবেন না। বিজেপির পরিকল্পনা ভেস্তে দেবে জনতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen