ভাসছে হিমাচল, রোদচশমা পরে বানভাসি মান্ডি পরিদর্শনে এসে বিতর্কে জড়ালেন BJP-র অভিনেত্রী-সাংসদ কঙ্গনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:২১: ভাসছে হিমাচল প্রদেশ। এবার বন্যা বিধ্বস্ত হিমাচলে গিয়ে বিতর্কে জড়ালেন গেরুয়া দলের বিতর্কিত-অভিনেত্রী সাংসদ। রবিবার বানভাসি মান্ডি জেলা পরিদর্শনে যান অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিজের লোকসভা এলাকায় গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রাণ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি মন্ত্রী নন, তাই কোনও ত্রাণ তহবিল তাঁর হাতে নেই। তিনি শুধু এলাকার কথা সাংসাদে গিয়ে বলতে পারেন মাত্র।
উল্লেখ্য, মেঘ ভাঙা বৃষ্টি, ভূমিধসে কার্যত বিধ্বস্ত হিমাচল প্রদেশের একাংশ। মান্ডি জেলায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত ৩১। ১৫০টিরও বেশি বাড়ি ক্ষতির মুখে পড়েছে, ১০৬টি গবাদি পশুর ঘর, ৩১টি গাড়ি, ১৪টি সেতু ও বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০টি রাস্তা বন্ধ, ২৭৮টি জল সরবরাহ প্রকল্প ও ২৩৬টি ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে।
রোদচশমা পরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান কঙ্গনা। সেখানে তিনি বলে বসেন, “আমার হাত বাধা। সীমিত পরিসরেই কাজ করতে পারি। রাজ্য বা পঞ্চায়েত স্তরে আমার কোনও ক্ষমতা নেই।” প্রশ্ন উঠেছিল, মান্ডির মানুষ যখন অসহায়, তাঁদের পাশে নেই কেন কঙ্গনা? জবাবে কঙ্গনা বলেন, “আমি সাধারণ মানুষের নাগালে আছি। স্থানীয়স্তরে আমরা ত্রাণসামগ্রী বিতরণ করেছি।”
দুর্গত মানুষ ত্রাণ না-পেলে তা পাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব সাংসদেরই। কঙ্গনা সাংসদ হিসাবে দায়িত্ব এড়াতে পারেনা না। কী করে তিনি নিজের সীমাবদ্ধতা জাহির করছেন? উঠছে প্রশ্ন।