দিল্লির বায়ু সূচককেও ‘রিগিং’ করল বিজেপি, প্রকাশ্যে ভিডিও!
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২৫: দিল্লির বায়ু সূচকের মাত্রাকেও ‘রিগিং’ করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে দু’টি মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি (MCD) জল ট্যাংকার আনন্দ বিহার এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশনের সেন্সরের আশেপাশে জল ছেটাচ্ছে।
এই বিস্ফোরক ভিডিওর মাধ্যমে ভরদ্বাজ অভিযোগ করেছেন যে, দিল্লির বিজেপি সরকার দূষণের তথ্যকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে বাতাসের মানের সূচক (AQI) কম দেখানোর চেষ্টা করছে। তিনি বলেছেন, “এখানকার কাজ দূষণ নিয়ন্ত্রণ নয়, বরং তথ্য মোছা।”
ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিজেপি সরকারের দূষণের তথ্যের প্রতারণা। দিল্লির দূষণ মনিটরিং স্টেশনে দিনরাত জল ছেটানো হচ্ছে যাতে দূষণের মান এবং AQI রিডিং কম দেখানো যায়। এরাই তারা যারা বলে ইভিএমে কোনো ভুল নেই। সবকিছুতেই যখন তারা প্রতারণায় লিপ্ত, তখন অন্য কোনো আশা রাখা যায় কী?”
Big Expose
भाजपा सरकार – प्रदूषण डाटा फर्ज़ीवाड़ा
दिल्ली प्रदूषण मॉनिटरिंग स्टेशन पर दिन रात पानी का छिड़काँव किया जा रहा है, ताकि प्रदूषण और AQI की रीडिंग कम हो जायें
ये वही लोग हैं जो कहते हैं EVM में कोई बेईमानी नहीं । जब ये हर चीज़ में बेईमानी करते हैं तो इनसे क्या… pic.twitter.com/7ZCR3wLSfT
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) October 25, 2025
এই বিষয়ে বিজেপি সরকার কোনো মন্তব্য করেনি। এই ভিডিওতেই পরিষ্কার, কীভাবে দূষণের ক্ষেত্রেও ‘রিগিং’ করতে পিছপা হয়না বিজেপি।