থামছেই না বঙ্গ বিজেপিতে বিদ্রোহ, দলীয় পদ থেকে ইস্তফা অন্যতম পুরনো কাউন্সিলরের
এবারে উইকেট পড়ল বাংলার বিজেপিতে। রাজ্য সহ-সভাপতি পদে ইস্তফা দিলেন কলকাতা পুরসভার বিজেপির সবথেকে পুরনো কাউন্সিলর সুনিতা ঝাওয়ার।
January 27, 2022
|
< 1 min read
Authored By:

বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। বাংলায় বিজেপির বিদ্রোহ আর থামতেই চাইছে না।
বিজেপি দলের মধ্যে বিদ্রোহ কিংবা পদ না পাওয়াতে একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গ বিজেপিতে বিদ্রোহ লেগেই রয়েছে।
এবারে উইকেট পড়ল বাংলার বিজেপিতে। রাজ্য সহ-সভাপতি পদে ইস্তফা দিলেন কলকাতা পুরসভার বিজেপির সবথেকে পুরনো কাউন্সিলর সুনিতা ঝাওয়ার।