ভোট না দিলে ‘স্যা* ভেঙে দেওয়া হবে’, অশ্লীল মন্তব্য বর্ধমানের BJP প্রার্থীর, দেখুন ভিডিও

সমাজ মধ্যেম এই ভিডিওকে ঘিরে নিন্দার ঝড় বইছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

March 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার উনিশ আসনে রবিবার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বর্ধমান পূর্ব কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি (BJP)। সদ্যই তাঁর একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাঁকে অশ্রাব্য ভাষায় ভোটারদের আক্রমণ করতে শোনা গিয়েছে। ভাইরাল ভিডিও দেখা যায়, অসীম সরকার (Asim Sarkar) বলছেন, “নেতা সব বা* ছিঁড়ে তাল গাছে তুলে দিবে। বিজেপিকে ভোট না দিলে সবার স্যা* ভেঙে দেব একেবারে। ভোট যদি না দাও চো** খাবা।” সমাজ মধ্যেম এই ভিডিওকে ঘিরে নিন্দার ঝড় বইছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

উল্লেখ্য, ক’দিন আগেই দলীয় সাংসদ শান্তনু ঠাকুরকে অশ্লীল আক্রমণ করা অসীম সরকারের একটি অডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। কুকথার রাজনীতি যে বিজেপির রন্ধ্রে রন্ধ্রে তা কার্যত প্রমাণ হয়েছে। নানান সময় গেরুয়া নেতারা এমন আক্রমণ শানান। কিছু দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen