দিলীপকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রার্থীর নাম ঘোষনা করে পোস্টার বর্ধমানে? জল্পনা চলছেই
আদি বনাম নব্য বিজেপির কোন্দল রোজ চলছেই।
February 24, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

এখনও দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তার আগেই বর্ধমান উত্তর(Burdwan Uttar) বিধানসভায় প্রদীপ মন্ডলের(Pradip Mondal) নামে বিজেপির(BJP) প্রার্থী হিসাবে পোস্টার পড়ল। রাইপুর কাশিয়ারা হাই স্কুলের সামনে যাত্রী প্রতীক্ষালয়ে কারা এই পোস্টার লাগিয়েছে, তা জানা যায়নি।
আদি বনাম নব্য বিজেপির কোন্দল রোজ চলছেই। তাই, মোটমাট নিজেদের প্রাথী হিসেবে ঘোষণা করার প্রতিযোগিতা চলেছে একরকম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় রোজই, কোথাও না কোথাও, এরকম পোস্টার পড়ছে। এরফলে অস্বস্তি বেড়েই চলেছে বিজেপির অন্দরে। দলের মধ্যে শৃঙ্খলার অভাব প্রকট হচ্ছে।