জয় বাংলা শুনেই চম্পট বরাহনগরের বিজেপি প্রার্থী সজলের, দেখুন ভিডিও
বরাহনগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পুরসভার ১৯ এবং ২০নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রচারে বেরিয়ে বারবার বিতর্কে জড়াচ্ছেন বরাহনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। ভোটারদের প্রশ্নের মুখে পড়ে আবারও মেজাজ হারালেন সজল, কথা কাটাকাটিতেও জড়ালেন। শেষে জয় বাংলা স্লোগান শুনে এলাকা ছাড়লেন বিজেপি প্রার্থী।
বরাহনগর বিধানসভার অন্তর্গত কামারহাটি পুরসভার ১৯ এবং ২০নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী। তখনই কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা চিরঞ্জীব বিশ্বাসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। নেটপাড়ায় তাঁদের বাকযুদ্ধের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা দিয়েছে, দলীয় কর্মীদের নিয়ে মাইক হাতে প্রচার করছিলেন সজল। সে’সময় স্থানীয় যুবকদের সঙ্গে দাঁড়িয়ে থাকা চিরঞ্জীব বিজেপি প্রার্থী সজল ঘোষকে বলেন, তাঁরা বেশিরভাগই নতুন ভোটার। প্রশ্নের সদুত্তর পেলে, তাঁরা বিজেপিকে ভোট দেবেন। বিজেপি প্রার্থীর প্রতি তাঁদের প্রশ্ন ছিল, তাঁরা নোটায় কেন ভোট দেবেন না? বিজেপিকে কেন ভোট দেবেন? প্রশ্নের উত্তর না দিয়ে, সজল ঘোষ পাল্টা তাঁদের প্রশ্ন করেন, মানুষ তৃণমূলকে কেন ভোট দেবে, নোটায় কেন ভোট দেবে না? চিরঞ্জীব রাজ্যের জনমুখী প্রকল্পের কথা বলে ফের বিজেপি প্রার্থীকে একই প্রশ্ন করলে মেজাজ হারিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সজল। জয়বাংলা স্লোগান উঠতেই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।
আম জনতা থেকে তৃণমূল কাউন্সিলর, এর আগে প্রচারে বেরিয়ে অনেকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন সজল ঘোষ। একই ঘটনা বারবার ঘটায় খোদ বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও প্রার্থীর মেজাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।