বিজেপির বাংলা দখলের স্বপ্ন সফল হবে না, জবাব তৃণমূলের

রাজ্যজুড়ে দলীয় কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা বুঝিয়ে দিলেন, বাংলার মাটির সঙ্গে ঘাসফুলের সম্পর্কটা চিরন্তন।

June 28, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

একুশে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। মিশন বাংলার স্লোগান তুলে দিয়েছেন কেন্দ্রের শাসকদলের নেতারা।‌ শনিবার তার জবাব দিল তৃণমূল। রাজ্যজুড়ে দলীয় কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতারা বুঝিয়ে দিলেন, বাংলার মাটির সঙ্গে ঘাসফুলের সম্পর্কটা চিরন্তন। এদিন দুই কলকাতা সহ রাজ্যের সব জেলার তৃণমূল সভাপতি একযোগে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁরা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন, অন্য রাজ্যের তুলনায় বাংলা কীভাবে এগচ্ছে। বিজেপির স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

তৃণমূল নেতৃত্ব বলেছে, রাজ্যে করোনা-আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৬৪ শতাংশ, কমেছে মৃত্যুহার। অথচ বিজেপি শাসিত রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ। করোনা পরিস্থিতির জেরে এখন মিটিং, মিছিল, সমাবেশ বন্ধ রয়েছে। আগের মতো এবার ২১ জুলাইয়ের সমাবেশ সম্ভব হবে না বলে মনে করছে নেতৃত্ব। আগামী ৩ জুলাই এবিষয়ে দলের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে একটি ভার্চুয়াল প্রচারবার্তা প্রকাশ হতে পারে, এমন খবর শোনা যায়। যদিও তৃণমূলের মিডিয়া টিমের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুল।

এদিন পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেতৃত্ব। দলের বক্তব্য, তেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর আরও আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে বিজেপি সরকার। এর ফলে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকেই দায়ী করা হয়েছে। গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলাকে কেন বাদ দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছে দল। বলেছে, বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্রের সরকার। মূলত ভোটের স্বার্থ দেখে অন্য রাজ্যগুলিকে এই অভিযানের অন্তর্ভুক্ত করা হয়েছে। পিএম কেয়ার ফান্ডের গোপনীয়তা কেন, সেই প্রশ্নও তোলা হয়েছে তৃণমূলের তরফে। ত্রাণ নিয়ে বিজেপি যতই অভিযোগ তুলুক, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বলেছে, রাজ্যের ৭৮ হাজার বুথের মধ্যে মাত্র কয়েকটি জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে। যেখানে অভিযোগ প্রমাণিত হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিভাজনের রাজনীতির মাধ্যমে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে। তার জবাব মানুষ দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen