সংবিধানকে ধূলিস্যাৎ করে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্র: তৃণমূল
সাংবাদিক রাজীব সিং নির্ভীককে উত্তরপ্রদেশে নির্মম ভাবে খুন করার তীব্ৰ প্রতিবাদ করে তাঁর আত্মার শান্তিকামনায় এদিনের বৈঠকে ১মিনিটের নীরবতা পালন করলেন সাংসদ।

বাংলার প্রতি ঘরে একজন করে স্বাধীনতা সংগ্রামী আছেন। তাঁরা কেন্দ্রের বঞ্চনা মেনে নেবেন না। বাংলাকে বঞ্চনা করার জন্যে কেন্দ্রকে সাংবাদিক সম্মেলন থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার (Kakoli Ghosh Dastidar)।
পাশাপাশি, তিনি দিলেন কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য ৮৮ হাজার কোটি টাকার খতিয়ানও। সাংবাদিক রাজীব সিং নির্ভীককে উত্তরপ্রদেশে নির্মম ভাবে খুন করার তীব্ৰ প্রতিবাদ করে তাঁর আত্মার শান্তিকামনায় এদিনের বৈঠকে ১মিনিটের নীরবতা পালন করলেন সাংসদ।
বিজেপিকে তীব্ৰ ভাষায় আক্রমণ করে পিএম কেয়ার ফান্ডের টাকার হিসেবও চাইলেন সাংসদ ডঃ কাকলি ঘোষ দোস্তিদার।
তিনি আরো বলেন ভারতবর্ষের অর্থনীতিতে ধস নেমেছে মূলত নোটবন্দীর পরে। খেটে খাওয়া মানুষের টাকা রাতারাতি কাগজে পরিণত হয়েছে। এর প্রথম প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
ভারতে দলিতরা খারাপ আছেন বলে আশঙ্কাও প্রকাশ করেন সাংসদ। তার পাশাপাশি এও তুলে ধরেন কিভাবে মুখ্যমন্ত্রী এই তপশীলি মানুষগুলোর কথা ভেবে চাসুন্দরী প্রকল্প করেছেন, সাঁওতালি, অলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন।