নির্ভরযোগ্য মুখ বাড়ন্ত! বাংলার বাকি ২৩ আসনে দাঁড় করানোর লোক নেই BJP-র?

তৃণমূল একবারে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে স্নায়ুর যুদ্ধে কিছুটা এগিয়ে গিয়েছে।

March 11, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল একবারে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করে স্নায়ুর যুদ্ধে কিছুটা এগিয়ে গিয়েছে। অন্যদিকে, বিজেপি ভুগছে নির্ভরযোগ্য মুখের অভাবে। বাংলার বাকি ২৩টি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে ডামাডোল চলছে। পবন সিং ইস্যুতে মুখ পুড়েছে বিজেপির, দিকে দিকে বিদ্রোহ চলছে। বিদায়ী সাংসদদের মান-অভিমান সব মিলিয়ে ভোটের আগে দিশেহারা বিজেপি। অন্যান্য রাজ্যে আবার গোদের উপর বিষফোঁড়া শরিক এবং সহযোগী দলগুলি। আসন রফা নিয়ে সমস্যা হচ্ছে। যার জেরে রবিবারেও বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারল না। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বারবার বৈঠকে বসার দিন বদলাচ্ছে। আজও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বিজেপি জানিয়েছিল, আসন্ন লোকসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ৮ মার্চ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক করবে বিজেপি। যদিও তা হয়নি। রবিবার বৈঠকের তারিখ ঠিক করা হয়। প্রায় শেষ মুহূর্তে স্থগিত হয়। সূত্রের খবর, আজ, সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার নির্বাচনী কমিটি বৈঠকে বসতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ দলের অন্য শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার কথা। রবিবার রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা হয়নি।

সূত্রে খবর, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় মোট ১৫০টি আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। নির্মলা সীতারামন, নীতিন গড়করি, অশ্বিনী চৌবে, আর কে সিং, নিত্যানন্দ রাইদের নাম থাকতে পারে তালিকায়। বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হবে। তবে দ্বিতীয় দফার তালিকায় বাংলার নাম থাকবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। ১০ মার্চের মধ্যে বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলার ‘টার্গেট’ নিয়েছিল। কিন্তু লক্ষ্য পূরণ হল না। এখন দেখার বাংলার গেরুয়া প্রার্থীদের নাম কবে প্রকাশ্যে আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen