৭৫-র পরেও পদে থাকবেন মোদী? সঙ্ঘপ্রধান ভাগবতের মতকে নস্যাৎ খোদ BJP সংগঠনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২৫ : চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৭৫ বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী মোদী। ৭৫ ক্লাবের সদস্য হবেন আরএসএস প্রধান মোহন ভাগবতও! সম্প্রতি ভাগবত বলেন, ৭৫ বছর বয়স হলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। সঙ্ঘপ্রধানের এহেন মন্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে আলোড়নের সৃষ্টি হয়। মোহন ভাগবত কি মোদীকে ইঙ্গিত করে বার্তা দিলেন? সঙ্ঘ পরিবারেও জল্পনা ছড়ায়, মোদীকে চাপে রাখতে ৭৫ বছর বয়স হলেই ভাগবত নিজেও পদ থেকে সরে যাবেন? শেষ পর্যন্ত আসরে নামল গেরুয়া সংগঠনই।
বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি রাম মাধব সর্বভারতীয় এক সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় কলামে লেখেন, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী, এখনও পর্যন্ত দুজনেই সক্রিয়। তাঁদের বয়স যতই ৭৫ হোক, অবসর নেওয়ার সময় এখনও হয়নি। তাঁরা দুজনে আগামীতে আরও বহু বছর স্বপদে থেকে দায়িত্ব পালন তথা নেতৃত্ব প্রদান করে যাবেন। অবসরের জল্পনাকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছেন রাম মাধব। তাঁর যুক্তি, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল, দেং জিয়াং পিং, নেলসন ম্যান্ডেলার মতো নেতারা আজীবন নেতৃত্ব প্রদান করে গিয়েছেন। সক্রিয় রাজনৈতিক জীবন সফলভাবে কাটাতে তাঁদের কোনও সমস্যা হয়নি। জন এফ কেনেডি, অ্যাঞ্জেলা মার্কেল, বারাক ওবামা, জি জিনপিং, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদীরা অপেক্ষাকৃত কম বয়সে কয়েক দশক ধরে নিজেদের সাফল্য প্রমাণ করে আসছেন। রাম মাধব মোদী এবং ভাগবতের অবসরগ্রহণ নিয়ে চলা জল্পনায় জল ঢেলেছেন।
অন্যদিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, মোদীর বিজেপিকে প্রয়োজন নাও হতে পারে। কিন্তু বিজেপির মোদীকে প্রয়োজন। প্রধানমন্ত্রী পদে তিনি না-থাকলে ২০২৯ সালের লোকসভা ভোটে বিজেপি ১৫০ আসনেই আটকে যাবে। আগামী ১৫-২০ বছরেও তিনি মোদীহীন বিজেপি দেখতে পারছেন না। সাফ কথায়, যতদিন চাইবেন, ততদিনই প্রধানমন্ত্রী পদে থাকবেন মোদী। বিজেপিকে ক্ষমতা থাকতে হলে মোদী মুখেই ভরসা রাখতে হবে, এটাই দলের একাংশের বক্তব্য। কিন্তু সঙ্ঘ কি তাতে রাজি? নাকি মোদী-শাহ প্রভাব মুক্ত বিজেপি গড়তে চাইছে সঙ্ঘ? জোরালো হচ্ছে প্রশ্ন।